Advertisement
Advertisement
Bihar

দলিত কিশোরীকে ধর্ষণ করে খুন! যোগী মডেলে ‘বুলডোজার অ্যাকশন’ বিহারে

নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ।

Yogi model in Bihar Bulldozer Action on accused house of dalit girl murder
Published by: Amit Kumar Das
  • Posted:August 18, 2024 2:49 pm
  • Updated:August 18, 2024 4:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু উত্তরপ্রদেশ নয়, যোগীর বুলডোজারে অনুপ্রাণিত দেশের বাকি বিজেপি শাসিত রাজ্যগুলিও। সেই ছবি এবার দেখা গেল এনডিএ শাসিত বিহারে। ১৪ বছরের এক দলিত কিশোরীকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দিল নীতীশের পুলিশ। বাড়ির চৌকাঠ, দরজা উপড়ে নেওয়ার পাশাপাশি ঘরের জিনিসপত্রও গাড়িতে বেঁধে নিয়ে যায় পুলিশ।

দিন ছয়েক আগে বিহারের মুজফফরপুরে পারু থানা এলাকায় ১৪ বছর বয়সি এক কিশোরীকে অপহরণ করে খুনের ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই হত্যায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় নামে এক ব্যক্তি। যিনি একই গ্রামের বাসিন্দা। সঞ্জয় গ্রেপ্তার না হলেও তাঁর সঙ্গে যুক্ত আর এক অভিযুক্ত মিথিলেশ কুমারকে শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ। মূল অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। পুলিশের তরফে জানা গিয়েছে, এই মিথিলেশ গ্রেপ্তারির হাত থেকে বাঁচাতে সঞ্জয়কে পালিয়ে যেতে সাহায্য করেছিল।

Advertisement

[আরও পড়ুন: ভূস্বর্গে ভোট প্রস্তুতি তুঙ্গে, দলের মধ্যেই প্রবল চাপে ওমর-মেহবুবারা]

পুলিশের কাছে নির্যাতিতার পরিবারের অভিযোগ, দিন ছয়েক আগে নিজের বন্ধুদের সঙ্গে তাঁদের বাড়িতে আসে সঞ্জয়। জোর করে ঘরে ঢুকে বাড়ির লোকজনকে মারধরের পাশাপাশি মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এর পর তাঁকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, থানায় নির্যাতিতার পরিবার অভিযোগ জানানোর পর সঞ্জয়ের খোঁজ শুরু করে পুলিশ। সেই সময় একটি গাড়ি জোগাড় করে মিথিলেশ কুমার সঞ্জয়কে পালিয়ে যেতে সাহায্য করে। ইতিমধ্যেই সেই গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী নাবালিকাকে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

[আরও পড়ুন: বিজেপি যোগের জল্পনার মধ্যেই দিল্লিতে চম্পাই সোরেন! কলকাতায় বৈঠক শুভেন্দুর সঙ্গেও?]

এদিকে সঞ্জয়ের খোঁজ পেতে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে বিহার পুলিশ। জায়গায় জায়গায় শুরু হয়েছে অভিযুক্তের খোঁজে তল্লাশি। আদালতের নির্দেশে সম্প্রতি অভিযুক্ত সঞ্জয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এর পর শনিবার যোগী প্রশাসনের ধাঁচে বুলডোজার চালিয়ে সঞ্জয়ের বাড়ি কার্যত ধুলিস্যাত করে দেওয়া হয়। এমনকী বাড়ির চৌকাঠ পর্যন্ত উপড়ে নেওয়া হয়। এছাড়া বাড়ির সমস্ত জিনিসপত্র গাড়িতে বোঝাই করে নিয়ে চলে যায়। অপরাধের তদন্তে নেমে উত্তরপ্রদেশের ধাঁচে পুলিশের এমন কাণ্ড বাহবা কুড়ালেও বিতর্ক এড়াচ্ছে না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement