Advertisement
Advertisement

দেশের ‘সেরা মুখ্যমন্ত্রী’ যোগী আদিত্যনাথ, বলছে সমীক্ষা

মমতা, নীতীশ, নবীন ও চন্দ্রশেখর রাওকে টেক্কা যোগীর৷

 Yogi is the best CM, says report
Published by: Tanujit Das
  • Posted:January 25, 2019 8:01 pm
  • Updated:September 12, 2023 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনিশের নির্বাচনে উত্তরপ্রদেশ-সহ দেশের অনেকাংশে ভোট বৈতরণী পার করতে গেরুয়া শিবিরের ম্যাসকট তিনি৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তরসূরি হিসাবে আগামী দিনে তাঁকেই তুলে ধরতে পারে রাজধানীর ৬ নং দীনদয়াল উপাধ্যায় মার্গ। বিভিন্ন ইস্যুতে বিতর্কে জড়ালেও, এখনও একটুকুও ভাঁটা পড়েনি তাঁর জনপ্রিয়তা৷ যার প্রমাণ সাম্প্রতিক সমীক্ষা। উত্তরপ্রদেশের ৪০ শতাংশ মানুষ বলছেন, যোগী আদিত্যনাথই দেশের সেরা মুখ্যমন্ত্রী৷ এই তথ্যই উঠে এসেছে জাতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে-কারভি’র সমীক্ষায়৷

[গুলতিতে ঘায়েল, তাজমহলকে বাঁদরমুক্ত রাখতে নতুন ভাবনা ]

Advertisement

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০১৭এ উত্তরপ্রদেশের ক্ষমতায় এসেছে বিজেপি৷ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন যোগী আদিত্যনাথ৷ কিন্তু তখতে বসার পর থেকেই একের পর বিতর্কে জড়িয়েছেন তিনি৷ বিরোধীদের অভিযোগ, তাঁর আমলে উত্তরপ্রদেশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সংখ্যালঘুদের জন্য। বেড়ে গিয়েছে গোরক্ষকদের তাণ্ডব৷ কিন্তু এত বিতর্কের মাঝেও দলের অন্দরে যোগীর গ্রহণযোগ্যতা, ভরসা কমেনি৷ যার প্রমাণ, গোবলয়ে তিন রাজ্যের নির্বাচনে যোগীকে দিয়ে ঢালাও প্রচার করিয়েছে গেরুয়া শিবির৷ কিন্তু তাও কাজের কাজ কিছুই হয়নি৷ মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় হাতছাড়া হয়েছে মোদি,শাহদের৷ কিন্তু ইন্ডিয়া টুডে-কারভি’র সমীক্ষা বলছে, এরপরেও কমেনি যোগীর জনপ্রিয়তা৷ এখনও উত্তরপ্রদেশের মানুষের কাছে দেশের সেরা মুখ্যমন্ত্রী তিনিই৷

[‘ওদের সমালোচনা আমার কাছে উপহার’, বিজেপি-আরএসএসকে কটাক্ষ রাহুলের]

ওই সমীক্ষা বলছে, জনপ্রিয়তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে টেক্কা দিয়েছেন যোগী আদিত্যনাথ৷ প্রমাণ করেছেন তিনিই ভারতের সেরা মুখ্যমন্ত্রী৷ ৪০ শতাংশ মানুষ রায় দিয়েছে তাঁর পক্ষে৷ মাত্র ১৫ শতাংশ মানুষ জানিয়েছেন, যোগীর কাজে তাঁরা খুশী নন৷৷ ২৭ শতাংশ নিরপেক্ষ থেকেছেন৷ ১ শতাংশ কোনও মতামত দেননি৷ সমীক্ষার এই রিপোর্ট উত্তরপ্রদেশ তো বটেই, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে আরও চাঙ্গা করল বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ফলে উনিশের জন্য প্রস্তুতিতে দলের কাছে আরও অপরিহার্য হয়ে উঠছেন গোরক্ষনাথ মন্দিরের প্রাক্তন মহান্ত যোগী আদিত্যনাথ। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement