Advertisement
Advertisement

কুম্ভমেলার আগেই এলাহাবাদ শহরের নাম বদলাচ্ছে যোগী সরকার

কী নাম হচ্ছে?

Yogi gov. to rename Allahabad as Prayagraj
Published by: Subhajit Mandal
  • Posted:October 14, 2018 4:07 pm
  • Updated:October 14, 2018 4:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুঘলসরাই, রাজস্থানের একাধিক গ্রামের পর এবার এলাহাবাদের মতো ঐতিহ্যশালী শহর। ২০১৯-এর আগে নাম বদলের ধারা অব্যাহত রাখছে বিজেপি সরকার। ২০১৯ কুম্ভমেলার আগেই নাম বদলাতে চলেছে এই ঐতিহ্যমণ্ডিত শহরটির। নতুন নাম হবে প্রয়াগরাজ। শনিবার কুম্ভমেলার প্রস্তুতির পরিদর্শনের পর বিবৃতি দিতে গিয়ে একথা ঘোষণা করেছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

[তেলের দাম কমাতে উদ্যোগ, আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে বৈঠক মোদির]

সম্প্রতি এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ রাখার প্রস্তাব দিয়েছিল আখড়া পরিষদ। আখড়া পরিষদের মার্গদর্শক মণ্ডলীর বৈঠকে নাম বদলের প্রস্তাব পাশ হয়। তা পাঠানো হয় মুখ্যমন্ত্রী যোগীর কাছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আখড়া পরিষদের তরফ থেকে প্রস্তাব এসেছিল ২০১৯ কুম্ভমেলার আগে এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করতে হবে। মাননীয় রাজ্যপাল ইতিমধ্যেই সেই প্রস্তাবে সায় দিয়েছেন। মন্ত্রিসভা যদি সম্মত হয় খুব শীঘ্রই নাম বদলাতে চলেছে।

Advertisement

[পদত্যাগ করছেন যৌন হেনস্তায় অভিযুক্ত কেন্দ্রীয়মন্ত্রী এমজে আকবর!]

আখড়া পরিষদের দাবি, ষোড়শ শতকের আগে পর্যন্ত এলাহাবাদের নাম প্রয়াগরাজ-ই ছিল । ষোড়শ শতকে সম্রাট আকবর গঙ্গা-যমুনার মিলনস্থলে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন। গঙ্গা-যমুনার সঙ্গমস্থলের সেই দুর্গটির নাম ছিল ইলাহাবাদ। পরবর্তীকালে শাহজাহান পুরো শহরটিরই নাম বদলে রেখে দেন এলাহাবাদ। যদিও, কুম্ভ মেলা যেখানে হত সেই জায়গাটিকে এখনও প্রয়াগ নামেই ডাকা হয়। আখড়া পরিষদের দাবি, প্রয়াগেই প্রথম যজ্ঞ  করেছিলেন ভবগান ব্রহ্মা। সাধারণত দুটি নদীর মিলনস্থলকে প্রয়াগ বলা হয়। এলাহাবাদে তিনটি নদী গঙ্গা-যমুনা-সরস্বতী একসঙ্গে মিলিত হয়েছে, তাই এই জায়গাটির নাম হওয়া উচিত প্রয়াগরাজ। আখড়া পরিষদের এই দাবিকেই স্বীকৃতি দিতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। এর আগে মুঘলসরাইয়ের নাম বদল নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। বিজেপি সরকারের আসার পরই ঐতিহাসিক জংশনটির নাম বদলে রাখা দীনদয়াল উপাধ্যায় জংশন রাখা হয়। বিরোধীদের অভিযোগ, এসবই আসলে গৈরিকিকরণের চেষ্টা। 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement