Advertisement
Advertisement

Breaking News

Yogi Adityanath

‘আপনার মতো নির্দয় শাসক আর দেখিনি’, টুইটারে যোগীর সঙ্গে বাকযুদ্ধে খোঁচা কেজরিওয়ালের

ভোটের আগে টুইট-যুদ্ধে দুই নেতা।

Yogi and Kejriwal's late-night Twitter spat ahead of UP election। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 8, 2022 10:27 am
  • Updated:February 8, 2022 12:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর দু’দিনের মধ্যেই উত্তরপ্রদেশের নির্বাচন (UP election 2022) শুরু। সাত দফার নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পারদ তুঙ্গে, এই পরিস্থিতিতে টুইটারে বাকযুদ্ধে জড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দুই রাজ্যের করোনা পরিস্থিতির মোকাবিলা প্রসঙ্গেই পরস্পরকে তোপ দাগলেন তাঁরা।

শুরুটা করেছিলেন যোগীই। তিনি টুইটে কেজরিওয়ালকে খোঁচা মেরে লেখেন, ”শুনুন কেজরিওয়াল, যখন সমগ্র মানবিকতা করোনার যন্ত্রণায় ছটফট করছিল, সেই সময় আপনি উত্তরপ্রদেশের শ্রমিকদের দিল্লি ছাড়তে বাধ্য করেছিলেন। এমনকী ছোট্ট শিশু ও মহিলাদেরও রেয়াত না করে আপনার সরকার একেবারেই অগণতান্ত্রিক ও অমানবিক কাণ্ড করেছিল।” তাঁকে ‘মিথ্যেবাদী’ ও ‘মানবতা বিরোধী’ বলে তোপ দাগেন যোগী।

Advertisement

[আরও পড়ুন: মোদির কেন্দ্র বারাণসীতে যৌথ প্রচার, লখনউয়ে পা রেখেই অখিলেশকে কথা দিলেন মমতা]

এরপরই তাঁকে পালটা আক্রমণ করেন কেজরিওয়াল। তিনি লেখেন, ”শুনুন যোগী, আপনি ছাড়ুন। উত্তরপ্রদেশে নদী দিয়ে মৃতদেহ ভেসে গেল অথচ আপনি কোটি কোটি টাকা খরচ করে টাইমস ম্যাগাজিনে নিজের মিথ্যে তারিফের বিজ্ঞাপন দিলেন! আপনার মতো নির্দয় ও ক্রুর শাসক আমি দেখিনি।”

বৃহস্পতিবারই শুরু হচ্ছে উত্তরপ্রদেশের সাত দফার নির্বাচন। ভোটের দামামা পুরোমাত্রায় বেজে গিয়েছে। এই পরিস্থিতিতে দুই নেতার বাকযুদ্ধ থেকে পরিষ্কার, উত্তেজনার পারদ কতটা তুঙ্গে উঠেছে। উল্লেখ্য, গত বছরের এপ্রিল-মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছিল, সেই সময় দিল্লি ও উত্তরপ্রদেশে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল।

অভিযোগ ছিল, হাসপাতালে বেড ও অক্সিজেনের সরবরাহে প্রবল ঘাটতি রয়েছে। আর তার ফলে মারা যাচ্ছেন বহু মানুষ। এর মধ্যে উত্তরপ্রদেশে পরিস্থিতি সম্ভবত সবচেয়ে ভয়ংকর হয়েছিল। সেরাজ্যের নদী দিয়ে সারি সারি লাশ ভেসে যাওয়া কিংবা একসঙ্গে জ্বলে ওঠা অসংখ্য চিতাকে কেন্দ্র করে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে যোগী সরকারকে। এজন্য আন্তর্জাতিক আঙিনায় সমালোচিত হয়েছেন মোদিও। এবার সুযোগ বুঝে যোগীকে সেই নিয়ে খোঁচা দিলেন কেজরিওয়াল।

[আরও পড়ুন: ব্যর্থ সেনার বিশেষ হেলিকপ্টারও, এখনও হদিশ নেই তাওয়াংয়ের তুষারধসে নিখোঁজ জওয়ানদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement