Advertisement
Advertisement
Yogi Afityanath

‘সংখ্যাগুরুদের নিয়ে সত্যি বললে অপরাধ হয়?’ বিরোধীদের আক্রমণ যোগী আদিত্যনাথের

তাঁর ঘোষণা, আগামী মার্চেই ৩২ লক্ষ কোটির অর্থনীতিতে পরিণত হবে উত্তরপ্রদেশ।

Yogi Afityanath attacks opposition political party at World Hindu Economic Forum-2024 held in Mumbai
Published by: Biswadip Dey
  • Posted:December 15, 2024 10:54 am
  • Updated:December 15, 2024 10:54 am  

হেমন্ত মৈথিল, মুম্বই: ‘ওয়ার্ল্ড হিন্দু ইকনোমিক ফোরাম ২০২৪’-এ যোগ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর মুম্বইয়ে অনুষ্ঠিত সেই সম্মেলনে তিনি আক্রমণ করলেন কংগ্রেস-সহ বিরোধী ইন্ডিয়া জোটকে। প্রশ্ন তুললেন ভারতে সংখ্যাগুরুর বিষয়ে আলোচনা হলে কেউ যদি সত্যিটা বলে দেয় তাহলে অপরাধটা কোথায়। পাশাপাশি সকলকে মহাকুম্ভে প্রয়াগরাজে আসার আমন্ত্রণও জানালেন তিনি। মনে করিয়ে দিলেন, ২০১৭ সালে তিনি মসনদে বসার পর থেকে কীভাবে বদলে গিয়েছে উত্তরপ্রদেশের অর্থনীতি। তাঁর ঘোষণা, আগামী মার্চেই ৩২ লক্ষ কোটির অর্থনীতিতে পরিণত হবে এই রাজ্য।

রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে নিয়ে বিরোধীরা যেভাবে সমালোচনায় মুখর হয়েছেন শনিবারের অনুষ্ঠানে তার প্রতিবাদ করেছেন যোগী। তাঁর কথায়, ”এরা সত্যবাদীর মুখ বন্ধ করার চেষ্টা করতে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্টের হুমকি দেয়। এবং তারপরও সংবিধানের কাছে আবেদন করবে। এটা ওদের দ্বিচারিতা।” তাঁর কথায় উঠে আসে এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি শেখর যাদবের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গও। তিনি বলেছিলেন, দেশে আইন কার্যকর হয় সংখ্যাগুরুদের কথা মাথায় রেখে।

Advertisement

এপ্রসঙ্গে যোগী বলেন, ”এলাহাবাদ হাই কোর্টের মাননীয় বিচারপতি অভিন্ন দেওয়ানি বিধির কথা বলেছিলেন। সারা বিশ্বে প্রতিটি পরিস্থিতিতে সংখ্যাগুরু সম্প্রদায়ের আবেগকে সম্মান করা হয়। ভারতে সংখ্যাগুরুর বিষয়ে আলোচনা হলে কেউ যদি সত্যিটা বলে দেয় তাহলে অপরাধটা কোথায়? রাজ্যসভায় ওরা মাননীয় বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের কথা বলেছে। ওরা নিজেদের গণতান্ত্রিক বলে। হাতে সংবিধান নিয়ে চলে, কিন্তু ওদের কোনও লজ্জা নেই। ওরাই সংবিধানের শ্বাসরোধ করছে।” যে কোনও মূল্যে দেশে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে এদিন তাঁকে সওয়াল করতে দেখা যায়।

পাশাপাশি সকলকে ২০২৫ সালের মহাকুম্ভের জন্য আমন্ত্রণ জানান যোগী। দাবি করেন, এবার মহাকুম্ভ বিশ্বাস ও আধুনিকতার এক মডেলকে প্রত্যক্ষ করাবে সকলকে। তিনি বলেন, ”৪০ কোটি পুণ্যার্থী এখানে আসবেন। আর এর মধ্যে দিয়ে আমরা উত্তরপ্রদেশের উন্নতির কাহিনিটাও জানতে পারব। এটা নতুন ভারতের নতুন উত্তরপ্রদেশ। একসময় এই রাজ্যের জিডিপি ১২.৫ লক্ষ কোটি থেকে ১৩ লক্ষ কোটি ছিল, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে। ২০২৫ সালের মার্চের মধ্যেই উত্তরপ্রদেশ ৩২ লক্ষ কোটির অর্থনীতি হয়ে যাবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement