Advertisement
Advertisement
Yogi Adityanath

‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’, বাংলাদেশের উদাহরণ টেনে কোন বার্তা যোগীর? চরম কটাক্ষ অখিলেশের

যোগীর মন্তব্য প্রধানমন্ত্রী পদের জন্য আকাঙ্ক্ষার ইঙ্গিত দেয়, মন্তব্য অখিলেশ যাদবের।

Yogi Adityanath's 'batenge toh katenge' unity call
Published by: Kishore Ghosh
  • Posted:August 26, 2024 4:10 pm
  • Updated:August 26, 2024 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে বাংলাদেশের সাম্প্রতিক সংকটকাল। নিজের রাজ্যে জন্মাষ্টমীর সভায় শেখ হাসিনার পরিণতির কথা স্মরণ করিয়ে জাতীয় ঐক্যের পক্ষে সওয়াল করলেন গেরুয়া নেতা। যোগীর ভাষায় ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ (বিভাজনে দূরত্ব বাড়বে)।

সোমবার জন্মাষ্টমী উপলক্ষে আগ্রায় রাষ্ট্রবীর দুর্গাদাস রাঠোরের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন যোগী। সেখানেই তিনি মন্তব্য করেন, “ভাই এবং বোনেরা, একতা ছাড়া কোনও কাজ করা সম্ভব না। কোনও উদ্দেশ্য পূরণ হতে পারে না। ঐক্যবদ্ধ ও সৎ থাকলে জাতি শক্তিশালী হবেই। অপর পক্ষে বিভাজনের ফলে আমাদের মধ্যে দূরত্বই কেবল বাড়বে। আপনারা দেখেছেন বাংলাদেশে কী হয়েছে। দেখেননি কি? ওই ভুলের পুনরাবৃত্তি আমাদের এখানে (দেশে) যেন না ঘটে।”

Advertisement

 

[আরও পড়ুন: মাঝ সমুদ্রে ডুবল কলকাতা থেকে আন্দামানগামী জাহাজ, ১১ জনকে উদ্ধার উপকূলরক্ষী বাহিনীর]

যোগীর এই মন্তব্যকে অস্ত্র করে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। ‘সপা’ সাংসদ মন্তব্য করেন, “বাংলাদেশ সম্পর্কে যোগীর সাম্প্রতিক বক্তব্য প্রধানমন্ত্রী পদের জন্য তার আকাঙ্ক্ষারই ইঙ্গিত দেয়। এই প্রথম তিনি ইঙ্গিত করলেন এমনটা নয়। আমার বিশ্বাস দিল্লির বড়কর্তারা এই মন্তব্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন না।”

 

[আরও পড়ুন: তালিকায় ভুল! ৪৪ কেটে জম্মু ও কাশ্মীরে মাত্র ১৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement