Advertisement
Advertisement

Breaking News

যোগী আদিত্যনাথ

অযোধ্যায় মসজিদের পাশে তৈরি হবে হাসপাতাল-লাইব্রেরি, শিলান্যাসে আমন্ত্রণ যোগীকেও!

মসজিদের অনুষ্ঠানে আমন্ত্রণ, ধর্মসংকটে পড়তে চলেছেন যোগী।

Yogi Adityanath will be invited to lay the foundation Says Mosque Trust
Published by: Subhajit Mandal
  • Posted:August 9, 2020 11:55 am
  • Updated:August 9, 2020 11:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যায় মসজিদের জন্য প্রাপ্ত বিকল্প জমিতে তৈরি করা হবে হাসপাতাল, কমিউনিটি কিচেন এবং একটি লাইব্রেরি। এগুলি যেহেতু জনগণের সেবার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, তাই এর শিলান্যাসে আমন্ত্রণ জানানো হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও (Yogi Adityanath)। শনিবার এমনটাই জানিয়েছে মসজিদ তৈরির জন্য গঠিত ট্রাস্ট ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সম্পাদক আথার হুসেন (Athar Hussain)। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী যে শুধু ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাই নয়, তিনি হাসপাতাল, লাইব্রেরি এবং কমিউনিটি কিচেন তৈরিতে ট্রাস্টকে সাহায্যও করবেন।

ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের (Indo-Islamic Cultural Foundation) ওই আধিকারিক জানিয়েছেন,”সুপ্রিম কোর্টের নির্দেশে ধান্নিপুরের কাছে আমাদের যে পাঁচ একর জমি দেওয়া হয়েছে সেখানে একটা হাসপাতাল, একটা লাইব্রেরি, একটা কমিউনিটি কিচেন, এবং একটা গবেষণা কেন্দ্র তৈরি হবে। এগুলো তৈরি হবে সাধারণ মানুষের জন্য এবং এই প্রকল্পগুলির শিলান্যাসের জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে।” তাহলে কি যে মসজিদ তৈরি হবে তার শিলান্যাসেও যোগীকে ডাকা হবে? এ প্রশ্নের উত্তরে আথার হুসেন জানিয়েছেন, ইসলামে মসজিদের শিলান্যাস করার কোনও রীতি নেই। আথার জানিয়েছেন, বাবরির (Babri Masjid) বিকল্প যে মসজিদ তৈরি হবে, তার নাম বাবরি মসজিদই রাখা হবে কিনা, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

Advertisement

[আরও পড়ুন: আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ, ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা]

উল্লেখ্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই জানিয়ে দিয়েছেন তিনি মসজিদের শিলান্যাসে যাবেন না। যোগীর কথায়,”আমার মনে হয় ওই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হবে না। আর আমি ওখানে যাবও না। মুখ্যমন্ত্রী হিসেবে আমার যা যা করা উচিত সব করব। তবে একজন যোগী হিসেবে ওখানে যেতে পারব না।” আসলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ধরেই নিয়েছেন, তাঁকে মসজিদের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না। এবার যদি তাঁকে মসজিদের জায়গায় তৈরি হাসপাতাল, পাঠাগার বা কমিউনিটি কিচেনের শিলান্যাসে ডাকা হয়, তাহলে তিনি যে ধর্ম-সংকটে পড়বেন, সেটা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement