Advertisement
Advertisement
রাম মন্দির

করোনা আবহেই অযোধ্যায় যোগী, খতিয়ে দেখবেন রাম মন্দির নির্মাণের কাজ

সংক্রমণের আবহে এই নিয়ে দ্বিতীয়বার অযোধ্যা গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Yogi Adityanath To Visit Ayodhya, Inspect Ram Temple Construction Work amid Corona pandemic
Published by: Sucheta Chakrabarty
  • Posted:June 28, 2020 2:32 pm
  • Updated:June 28, 2020 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহেই রাম মন্দিরের নির্মাণকাজ দেখতে অযোধ্যা গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবারই দুপুরে অযোধ্যা পৌঁছন তিনি। রামজন্মভূমি এলাকা ও মন্দির নির্মাণের পরিস্থিতি খতিয়ে দেখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

দেশজুড়ে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণের মাত্রা। এরমাঝেই অব্যাহত রয়েছে রাম মন্দিরের নির্মাণ কাজ। সেই কাজ খতিয়ে দেখতে রবিবার বেলা ১২টা নাগাদ অযোধ্যা পৌঁছন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। রামজন্মভূমি এলাকা ও মন্দির নির্মাণ পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। ফৈজাবাদ জেলা প্রশাসন সূত্রে এমনটাই জানা যায়। জেলা শাসক অনুজ কুমার ঝা (Anuj Kumar Jha) বলেন, “রবিবার বেলা ১১.৪৫ মিনিট নাগাদ আকাশপথে অযোধ্যা পৌঁছন মুখ্যমন্ত্রী। রাম মন্দির নির্মাণ এলাকা পরিদর্শনের সঙ্গে জেলার অন্য নির্মাণ কাজও খতিয়ে দেখেন তিনি। ঘুরে দেখেন জেলার নন-কোভিড হাসপাতালগুলিও। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা জনগণ পাচ্ছে কিনা, সে ব্যাপারেও খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী।” সূত্রের খবর, রাম মন্দির নির্মাণ কাজ খতিয়ে দেখার সঙ্গে হনুমান গড় মন্দিরও ঘুরে দেখার সম্ভাবনা রয়েছে তাঁর। এই সফর শেষে লখনউ ফিরে যাবেন যোগী আদিত্যনাথ

Advertisement

[আরও পড়ুন:ভারতে বড়সড় নাশকতার ছক, কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় ৪০০ পাকিস্তানি জঙ্গি]

তবে করোনা আবহে অযোধ্যায় এটা মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সফর বলে জানা যায়। ২৫ মার্চ শেষবার অযোধ্যা সফর করেছিলেন যোগী আদিত্যনাথ। সেদিন রামলালার মূর্তি নতুন নির্মাণে অস্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়েছিল। এই উদ্যোগ বাস্তবায়িত করতে ব্যক্তিগতভাবে রাম মন্দির কমিটিকে ১১ লক্ষ টাকা অনুদান দেন যোগী আদিত্যনাথ।

[আরও পড়ুন:করোনা সন্দেহে ভরতি নেয়নি হাসপাতাল, উত্তরপ্রদেশে বিয়ের দিনে মৃত্যু তরুণীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement