Advertisement
Advertisement
Yogi Adityanath

‘একবার ফির মোদি সরকার’, মন্দিরের দেওয়ালে পদ্ম এঁকে প্রচার শুরু যোগীর

ভোটের দামামা বাজিয়ে দিলেন আদিত্যনাথ।

Yogi Adityanath starts vote campaigning by drawing Padma on the wall of temple। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 17, 2024 9:15 am
  • Updated:January 17, 2024 9:15 am  

হেমন্ত মৈথিল, গোরক্ষপুর: রামমন্দির উদ্বোধনের আগেই উত্তরপ্রদেশ থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মন্দিরের দেওয়ালে পদ্ম এঁকেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন যোগী। নিজের গড় গোরক্ষপুরের শ্রী বিশ্বকর্মা পঞ্চায়েত মন্দিরের দেওয়ালে তিনি লিখলেন, ‘একবার ফির মোদি সরকার’, ‘ইস্ বার বিজেপি ৪০০ পার’।

তাৎপর্যপূর্ণভাবে এদিনই অযোধ্যা রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার উপাচার শুরু হল। যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সাফ বললেন, “নরেন্দ্র মোদির উন্নয়ন যজ্ঞও আমাদের প্রচারের বড় ইস্যু থাকছে। রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন পর্ব মিটে গেলেই উত্তরপ্রদেশ জুড়ে প্রচারের সুনামি তুলবে বিজেপি।” গত দুটি লোকসভা নির্বাচনের থেকে এবার উত্তরপ্রদেশ বিজেপির লোকসভা নির্বাচনের প্রচার ধারেভারে অনেক বড় হতে চলেছে বলে শোনা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: সিমকার্ড, ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও! প্রয়ুক্তিতে ‘বিপ্লব’ আনবে কেন্দ্র]

গোটা দেশ এখন তাকিয়ে অযোধ্যার দিকে। সেখানে রামমন্দির প্রাক উদ্বোধনের বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আগামী সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির থাকবেন দেশের তাবড় তাবড় সেলেবরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এখন ব্যস্ত রামমন্দিরের উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজে। এরই মাঝে ভোটপ্রচারের কাজে নেমে পড়লেন যোগী। উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসন আছে।

গত দুবার লোকসভা নির্বাচনে বিজেপির অনায়াসে জয়ের পিছনে যোগীরাজ্যের বড় ভূমিকা আছে। যোগী আদিত্যনাথের দাবি এবার রাজ্যের সব কটা আসনেই বিজেপি প্রার্থীরা জিততে পারে। চলতি মাসের শেষের দিকে উত্তরপ্রদেশের কিছু আসনে প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি। অযোধ্যায় রামমন্দিরের স্বপ্নপূরণ হওয়াটা ভোটপ্রচারে কাজে লাগাতে চাইছে বিজেপি শিবির। তবে বিরোধীদের দাবি, ঠিকমতো প্রার্থী দেওয়া গেলে গেরুয়া শিবিরকে ধাক্কা দেওয়া যাবে।

[আরও পড়ুন: দুয়ারে সরকারেও ‘বঞ্চিত’, সরকারি পরিষেবা দিতে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement