হেমন্ত মৈথিল, লখনউ: গুঁড়িয়ে দেওয়া হবে সন্ত্রাসের বিষদাঁত। পহেলগাঁও হামলার বলি কানপুরের শুভম দ্বিবেদীর শেষকৃত্যে উপস্থিত থেকে এভাবেই গর্জে উঠলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন দেওরি ঘাট লোকে লোকারণ্য হয়ে যায় শুভমকে শেষ দেখা দেখার জন্য। তাঁর দেহ দাহ করা হল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। তার আগে তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন যোগী। কথা বললেন নিহতের স্ত্রীর সঙ্গে। কথা দিলেন, ”ষড়যন্ত্রের পেছনে যারা আছে তাদের শাস্তি দেওয়া হবে। এবং আপনি তা ঘটতে দেখবেন।”
এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যোগীকে বলতে শোনা যায়, ”সরকার সন্ত্রাসের বিষদাঁতে গুঁড়িয়ে দেবে। এই ষড়যন্ত্রে যারা যারা শামিল, সকলের গুরুতর পরিণতি হবে। গোটা দেশ যার সাক্ষী থাকবে। যেভাবে অমানবিক নিষ্ঠুরতায় হিন্দু মহিলাদের মাথার সিঁদুর মুছে ফেলেছে জঙ্গিরা, এর শাস্তি তাদের পেতেই হবে। এই নিয়ে কোনও সন্দেহ থাকাই উচিত নয়।” সেই সঙ্গেই তিনি জানিয়ে দেন, “সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দৃঢ় অবস্থান নিয়েছে ভারত। জিরো-টলারেন্স নীতি বজায় রেখে সন্ত্রাসের চিরতরে অবসান ঘটাতে সমগ্র দেশকে দৃঢ় সংকল্পে ঐক্যবদ্ধ হতে হবে।”
একই কথা বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি জানিয়েছেন, ”কোনওভাবেই ছাড় পাবে না পহেলগাঁওয়ের হামলাকারীরা। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে খুঁজে বের করবে ভারত।” জোরালো এবং স্পষ্টভাষায় হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুঝিয়ে দিয়েছেন, মুখ বুঝে সন্ত্রাস সহ্য করার দেশ ভারত নয়। জঙ্গিদের শনাক্ত করে, খুঁজে বের করে শাস্তি দেবে সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.