সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে ‘রামরাজ্য’ হয়ে উঠতে হবে। ফের বার্তা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। তাঁর মতে, সমাজতন্ত্রের প্রয়োজন নেই ভারতের। যা আসলে একশ্রেণির নেতার ‘বৃহত্তম ভণ্ডামি’। মানুষকে ক্ষমতাশালী করার মিথ্যে প্রতিশ্রুতি। বরং সমাজতন্ত্রে ধনী গরিব হয়, গরিবকে দাসে পরিণত হয়। একমাত্র রামরাজ্য গড়ে উঠলেই সাধারণ মানুষের উন্নতি হবে।
বুধবার উত্তরপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন (২০২৩-২৪) বিবৃতি দেন যোগী। মঙ্গলবার বিধানসভায় বাজেট বিতর্কে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) বলেছিলেন, সমাজতন্ত্র ছাড়া রামরাজ্য সম্ভব না। পরদিনই রামরাজ্য নিয়ে বার্তা দিলেন যোগী। বলেন, “রামরাজ্যের পথেই এগোবে দেশ। এবারের বাজেটে যার ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। এই বছরেই ভগবান রামের বিরাট মন্দির তৈরি হবে।
সমাজতন্ত্র পৃথিবীর কোথাও সমৃদ্ধি আনেনি।” যোগীর মতে সমাজতন্ত্র আসলে মরীচিকা। বলেন, “এতে ধনী গরিব হয়, গরিব দাসে পরিণত হয়, বুদ্ধিজীবীরা বোকায় পরিণত হয়। সমাজতন্ত্র হল একশ্রেণির নেতার সবচেয়ে বড় ভণ্ডামি, যাঁরা সাধারণ মানুষকে ক্ষমতাশালী করার মিথ্যে প্রতিশ্রুতি দেয়।”
এর পরেই যোগীর মন্তব্য, “ভারতের সমাজতন্ত্রের প্রয়োজন নেই। উত্তরপ্রদেশ হল রামরাজ্যের মাটি। সেই আদর্শেই তার অগ্রগতী হবে। একমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নয়নমূলক সমাজ এবং রাজনৈতিক সততাই নগারিকদের জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরে তুলতে পারে।”
মঙ্গলবার উত্তরপ্রদেশ বিধানসভায় নিজের বক্তব্যে অখিলেশ যাদব বলেছিলেন, “সরকারকে ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর সমাজতান্ত্রিক দিকটি বুঝতে হবে। সমাজতন্ত্র ছাড়া রামরাজ্য সম্ভব নয়।” যদিও এদিন যোগী সেই যুক্তি উড়িয়ে দিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.