Advertisement
Advertisement
Yogi Adityanath

‘সনাতনই একমাত্র ধর্ম, বাকি সব..’, স্ট্যালিনপুত্রকে জবাব যোগীর

গীতাকে বুঝতে মুক্ত মানসিকতা চাই, বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Yogi Adityanath Sasy 'Sanatana Dharma Is Only Religion' | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 3, 2023 12:36 pm
  • Updated:October 3, 2023 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্ম নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। নাম না করে জবাব দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনপুত্র উদয়নিধিকে (Udhayanidhi Stalin)। গোরক্ষনাথ মন্দিরে ধর্মীয় সমাবেশে যোগ দিয়ে যোগি বলেন, “সনাতন ধর্মই একমাত্র ধর্ম, বাদবাকি উপসম্প্রদায় অথবা উপসনা পদ্ধতি।”

উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরে সপ্তাহব্যাপী ‘শ্রীমদ ভাগবত কথা জ্ঞান যজ্ঞ’ নামের একটি ধর্মীয় সমবেশ চলছে। সেখানে অন্তিম দিনে বক্তব্য রাখেন যোগী। বলেন, “সনাতন ধর্মই একমাত্র ধর্ম, বাকি সব উপসম্প্রদায় অথবা উপাসনা পদ্ধতি। সনাতন ধর্ম হল মানবতার ধর্ম। এই ধর্মকে আক্রমণ করা হলে বিশ্বজুড়ে মানবতার সংকট তৈরি হবে।” এইসঙ্গে ভাগবত গীতা প্রসঙ্গে যোগীর মত, গীতাকে বুঝতে মুক্ত মানসিকতার প্রয়োজন। সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এর বিশালতাকে ধরতে পারবে না কখনই। উল্লেখ্য, মহন্ত দিগ্বিজয়নাথের ৫৪তম মৃত্যুবার্ষিকী এবং সাধক মহন্ত অবৈদ্যনাথের নবম মৃত্যুবার্ষিকী স্মরণে গোরক্ষনাথ মন্দিরে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: চিনা টাকায় চলছে সংবাদ ওয়েবসাইট? সাংবাদিকদের বাড়িতে তল্লাশি দিল্লি পুলিশের

প্রসঙ্গত, ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়ে উদয়নিধি স্ট্যালিন বলেছিলেন, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।” এতেই বিতর্ক শুরু হয়।

[আরও পড়ুন: দেশ ভাগের চেষ্টা চলছে, বিহারের জাতিগত জনগণনা নিয়ে বিরোধীদের তোপ মোদির]

যার পর গেরুয়া শিবিরের রোষানলে পড়েন তামিলনাড়ুর মন্ত্রী। শিরচ্ছেদের হুঁশিয়ারি দেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। স্ট্যালিনের পাশাপাশি এ রাজা ও আরও ১৪ জনকেও নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট। নোটিস পাঠানো হয়েছে তামিলনাড়ু সরকারকেও। উদয়নিধির বিরুদ্ধে যে এফআইআর জারি হয়েছে তার ভিত্তিতে রুজু হওয়া মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement