Advertisement
Advertisement
Yogi Adityanath Hathras Gang Rape

চাপে পড়ে হাথরাস গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ যোগীর

নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী।

Hathras Gang Rape in Bengali News: Yogi Adityanath orders Central Bureau of Investigation।Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:October 3, 2020 8:59 pm
  • Updated:October 3, 2020 9:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাথরাস গণধর্ষণ ও খুনের (Hathras Gang Rape) ঘটনায় জ্বলছে গোটা দেশ। বড়সড় প্রশ্নের মুখে যোগীরাজ্যের পুলিশ। তাই চাপে পড়ে শেষমেশ সিবিআই তদন্তের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।   

এদিকে, দ্বিতীয়বারের চেষ্টায় শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল এবং প্রিয়াঙ্কা।

Rahul Gandhi

পৃথিবীর কোনও শক্তিই নির্যাতিতার পরিবারের মুখ বন্ধ করতে পারবে না বলেই জানিয়েছেন রাহুল গান্ধী। 

[আরও পড়ুন: কোভিডবিধি মেনেই ত্রিপুরায় হবে দুর্গাপুজো, নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের]

নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দেওয়া প্রয়োজন বলেই মত প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi Vadra)। 

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাথরাস জেলার ওই দলিত তরুণী ধর্ষণ এবং নৃশংসতার শিকার হন। দিল্লির সফদরজং হাসপাতালে দু’সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। বুধবার রাত একটা নাগাদ ওই তরুণীর দেহ পৌঁছয় তাঁর গ্রামে। বড় রাস্তায় অ্যাম্বুল্যান্স দাঁড় করানো হয়। জ্বালিয়ে দেওয়া হয় শ্মশানের আলো। শেষকৃত্যের প্রস্তুতি শুরু করে পুলিশ। মধ্যরাতে শেষকৃত্য হোক তা চাননি নির্যাতিতার পরিবারের সদস্যরা। গত বুধবার রাতের যে ভিডিও প্রকাশিত হয়েছে, মেয়েকে শেষবার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তরুণীর মা’কে পুলিশের কাছে অনুনয় করতে দেখা গিয়েছে। হাথরাসের পুলিশের তরফে টুইট করে শেষকৃত্যের বিষয়ে জানানো হয়েছে। পুলিশের দাবি, মৃতার পরিবারের ইচ্ছানুসারেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

[আরও পড়ুন: সীমান্তে মোতায়েন ভারতের ‘ভীষ্ম’, যুদ্ধে এক মুহূর্ত টিকতে পারবে না চিনা ট্যাংক!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement