Advertisement
Advertisement

অন্যান্য মুখ্যমন্ত্রীদের পিছনে ফেলে গুগল সার্চে শীর্ষে যোগী

জনপ্রিয়তা বাড়ছে বিজেপির এই হিন্দুত্ববাদী ম্যাসকটের৷

Yogi Adityanath most searched CM on Google
Published by: Tanujit Das
  • Posted:October 27, 2018 1:05 pm
  • Updated:October 27, 2018 1:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুগল ট্রেন্ডের বিচারে সাম্প্রতিককালে অনলাইনে সবচেয়ে বেশি খোঁজ করা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর৷ জনপ্রিয়তায় দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন যোগী আদিত্যনাথ৷ কয়েকটি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে হিন্দুত্বের ধ্বজাধারী এই যোগীকেই তাঁদের স্টার ক্যাম্পেনার হিসাবে বেছে নিয়েছে বিজেপি৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুকৌশলে সবদিক বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির৷

[নীতীশের সঙ্গে চূড়ান্ত রফা, বিহারে নতুন জোট জটে বিজেপি]

Advertisement

ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনকে উনিশের আগে সেমিফাইনাল হিসাবেই দেখছে পদ্ম শিবির৷ এই নির্বাচনে জয়লাভ যে খুব একটা সহজ হবে না সেকথা খুব ভালই জানেন বিজেপির ভোট ম্যানেজাররা৷ সেকারণেই এই নির্বাচনগুলিতে হিন্দুত্বের ম্যাসকট হিসাবে যোগীকে ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির৷ জানা গিয়েছে, আসন্ন নভেম্বর ও ডিসেম্বর মাসে এই রাজ্যগুলিতে একাধিক জনসভায় হাজির থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পাল্লা দিয়ে জনসভায় ভাষণ রাখবেন তিনি৷ মানুষের কাছে পৌঁছে দেবেন হিন্দু্ত্বের বার্তা৷ এছাড়া, লোকসভা নির্বাচনের আগেও পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্যে বিজেপির প্রচারে যাবেন আদিত্যনাথ৷

Advertisement

[জঙ্গিদমন অভিযানে গিয়ে উপত্যকায় শহিদ সেনা আধিকারিক]

উত্তরপ্রদেশের ঐতিহ্যশালী শহর এলাহাবাদের নাম পরিবর্তন করেছে যোগী সরকার৷ তালিকায় রয়েছে আরও কয়েকটি শহর৷ জানা গিয়েছে, এই খবরের জেরেই সার্চ তালিকার উপরে উঠে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ পিছনে ফেলে দিয়েছেন, উত্তরপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও মায়াবতীকে৷ এছাড়া বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে তালিকায় যোগীর পিছনে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া ও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ