Advertisement
Advertisement
Yogi Adityanath

উত্তরপ্রদেশের মসনদে ফের যোগীই! জনমত সমীক্ষায় উঠে এল ইঙ্গিত

২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন।

Yogi Adityanath might return to Uttar pradesh, as per Survey report। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 17, 2021 3:19 pm
  • Updated:November 17, 2021 3:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতরাস, লখিমপুর খেরি, গঙ্গায় করোনায় মৃতদের দেহ ভাসিয়ে দেওয়ার অভিযোগ, সবকিছুকেই যেন ছাপিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর উন্নয়নের পথ। আর সেই পথ ধরেই হয়তো লখনউয়ের তখতে দ্বিতীয়বার ফিরতে চলেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং বিজেপি (BJP)।

মঙ্গলবার সর্বভারতীয় টেলিভিশন চ্যানেল টাইমস নাও এবং তার সহযোগী পোলস্টাটের জনমত সমীক্ষায় উঠে এসেছে, আগামী বছর উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধানসভা ভোটে ৪০৩টি আসনের মধ্যে কমবেশি ২৩৯ থেকে ২৪৫টি আসনে এগিয়ে আছে বিজেপি। পাঁচ বছর আগে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতা দখল করেছিল গেরুয়া শিবির। ১৪ বছর পর লখনউ দখলে বিজেপির বাজি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন এবং মুখ হিসাবে যোগী আদিত্যনাথ। পাঁচ বছর পর এই একই বাজি অব্যাহত রাখতে চায় বিজেপি। যার ইঙ্গিত সম্প্রতি লখনউয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বারাণসীতে বিজেপি কর্মীদের সঙ্গে তাঁর ‘মাস্টারক্লাসে’ শাহ বুঝিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশ জিতেই দিল্লির পথ মসৃণ করতে চান। যার খানিক প্রতিফলন পাওয়া যাচ্ছে এই জনমত সমীক্ষায়।

Advertisement

[আরও পড়ুন: বিজেপিতে কাজ করার চেয়ে টাকা চাওয়ার লোক বেশি! তৃণমূলের মুখপত্রে বিস্ফোরক প্রবীর ঘোষাল]

আইন-শৃঙ্খলার অবনতি থেকে করোনায় বিপর্যয়, যোগী সরকারকে লাগাতার কোণঠাসা করার চেষ্টা করেছে বিরোধীরা। এরপরেও জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে, রাজ্যে ৫০ শতাংশের বেশি মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে অজয় সিং বিস্ত ওরফে যোগী আদিত্যনাথেই ভরসা করছেন। গত রবিবার রাজ্যে একলা চলার কথা ঘোষণা করেছেন কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এদিকে জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, প্রধান বিরোধী হিসাবে ১১৯ থেকে ১২৫ আসনে এগিয়ে অখিলেশের সমাজবাদী পার্টি। মায়াবতীর বিএসপির ঝুলিতে ২৮ থেকে ৩২ আসন। তথৈবচ কংগ্রেস। রাহুল-প্রিয়াঙ্কার ভাগ্য ঝুটতে পারে পাঁচ থেকে আট আসন!

২০১৭ সালে রাজ্যে ৩১২ আসন জিতে ক্ষমতা দখল করেছিল বিজেপি। ২০২২ সালে কী হবে? তা জানতে ৯ হাজার জনমতের উপর ভিত্তি করে এই সমীক্ষা করেছে সর্বভারতীয় টেলিভিশন টাইমস নাও এবং পোলস্টাট। তাতে দেখা যাচ্ছে একমাত্র পশ্চিম উত্তরপ্রদেশ অঞ্চলে একমাত্র বিজেপিকে সরকার বিরোধী হাওয়ার মুখোমুখি পড়তে হচ্ছে। রাজ্যের সবচেয়ে বেশি আসন পূর্বাঞ্চলে ৯২টি আসনের মধ্যে গেরুয়া শিবির এগিয়ে ৪৭ থেকে ৫০ আসনে। রাজনৈতিক মহলের দাবি, অখিলেশের ‘জিন্নাহ’ মন্তব্যের আগে এই জনমত নেওয়া হয়েছিল। 

[আরও পড়ুন: ভিন্ন জাতে বিয়ে করেছে মেয়ে, ‘শিক্ষা’ দিতে ধর্ষণ করে খুন করল বাবা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement