Advertisement
Advertisement
2022 Uttar Pradesh Assembly election

রীতি ভেঙে তাঁকেই করা হোক মুখ্যমন্ত্রীর ‘মুখ’, নেতৃত্বের উপরে চাপ বাড়াচ্ছেন যোগী

সম্ভাবনা খতিয়ে দেখছে গেরুয়া শিবির।

Yogi Adityanath is increasing the pressure to present himself as the Chief Minister। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 23, 2021 12:43 pm
  • Updated:September 23, 2021 1:37 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁর নাম সামনে রেখেই আগামী বছর উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনে লড়াই করুক বিজেপি (BJP)। এমনটাই ইচ্ছা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। সেই ইচ্ছাপূরণের লক্ষ্যে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন যোগী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপর সুকৌশলে চাপ সৃষ্টির রাস্তাও নিয়েছেন তিনি। সম্প্রতি রাজধানী দিল্লির ল্যুটিয়েন্স এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকার বাসস্ট্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগীর ছবি-সহ বড় বড় হোর্ডিংয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

মূলত, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপির ২০ দিন ব্যাপী কর্মসূচিই সেইসব বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে ঠিকই, তবে এর কারণ অনেক গভীর বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজ্ঞাপনের কোনওটিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে করোনা টিকাকরণের ক্ষেত্রে উত্তরপ্রদেশের সাফল্য তুলে ধরা হয়েছে। রাজধানীর বুকে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে এই ধরনের বিজ্ঞাপন দেওয়ার কারণ হিসাবে বলা হয়েছে, দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের বহু মানুষ রাজধানীতে কাজ করতে আসেন। মূলত তাঁদের দৃষ্টি আকর্ষণের জন্যই এমন বিজ্ঞাপন বলে যুক্তি যোগী সরকারের। অথচ দিল্লি সংলগ্ন আরেক বিজেপি শাসিত রাজ্য হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের বিজ্ঞাপন কিন্তু দিল্লির ওই এলাকায় কোনও দিনই চোখে পড়েনি। হরিয়ানা থেকে বহু মানুষ দিল্লিতে কাজ করতে আসেন।

Advertisement

[আরও পড়ুন: এবার কেন্দ্রীয় মেডিক্যাল প্রবেশিকাতেও বড়সড় দুর্নীতি! পর্দাফাঁস করল CBI]

এদিকে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কোনও নাম তুলে ধরা নয়, ভোটের ফল প্রকাশের পর দল ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী নির্বাচন। বেশ কয়েক বছর ধরে এই নীতিতেই চলছে বিজেপি। তবে দলের এই নীতি মানতে যোগী যে নারাজ, তা বলার অপেক্ষা রাখে না। আগামী বছরের গোড়ায় উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোট। তার জন্য বিজেপি নির্বাচন সংক্রান্ত সাংগঠনিক প্রস্তুতিপর্ব ইতিমধ্যেই সেরে ফেলেছে। এবারও তারা কোনও রাজ্যেই কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করতে চায় না। বিজেপি একপ্রকার স্পষ্ট করে দিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মুখ’ সামনে রেখেই দল সব রাজ্যে নির্বাচন লড়বে। তারপর থেকেই একপ্রকার উঠেপড়ে লেগেছেন যোগী।

দিল্লিতে নিজের ছবি-সহ বিজ্ঞাপন দিয়ে যোগী দলের শীর্ষ নেতৃত্বের কাছে বার্তা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। তাতে বিজেপি খানিকটা ফাঁপরে পড়বে বলে মত ওয়াকিবহাল মহলের। উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখা বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের উত্তরপ্রদেশের নির্বাচনকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির ‘অ‌্যাসিড টেস্ট’ বলেই মনে করে রাজনৈতিক মহল। উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে রাজি নয় বিজেপি। অথচ যোগীর মুখ সামনে রেখে সে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সেই জয়ের দাবিদার তিনিই হয়ে যাবেন। তাতে নরেন্দ্র মোদির পর তাঁর বিকল্প হিসাবে যোগীর নাম আরও জোরাল ভাবে সামনে উঠে আসতে পারে। সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে বিজেপি শিবির। আবার যোগীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরা না হলে তিনি যে ক্ষুণ্ণ হবেন এবং তাতে ভোটে নেতিবাচক প্রভাব পড়তে পারে, সেই আশঙ্কার কথাও মাথায় রাখছে বিজেপি নেতৃত্ব।

[আরও পড়ুন: ভ্যাকসিন সার্টিফিকেটের পারস্পরিক স্বীকৃতি প্রয়োজন, COVID-19 শীর্ষ সম্মেলনে সওয়াল প্রধানমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement