Advertisement
Advertisement
Yogi Adityanath

নিহত গ্যাংস্টার আতিকের দখল করা জমিতে গরিবদের জন্য ফ্ল্যাট! ‘বিরাট সাফল্য’, বলছেন যোগী

পুলিশের চোখের সামনে আততায়ীদের হাতে খুন হন ওই রাজনীতিক-গ্যাংস্টার।

Yogi Adityanath hands over 76 flats built on murdered gangster's seized land। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 30, 2023 4:10 pm
  • Updated:June 30, 2023 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরিবদের জন্য তৈরি হওয়া ৭৬টি ফ্ল্যাটের চাবি সেগুলির মালিকদের হাতে তুলে দিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। যে জমির উপরে ফ্ল্যাটগুলি নির্মিত হয়েছে সেই জমি দখল করেছিলেন এনকাউন্টারে নিহত গ্যাংস্টার-রাজনীতিক আতিক আহমেদের। পরে জমিটি বাজেয়াপ্ত করেছিল যোগী সরকার।

এদিন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সঙ্গে যোগী ওই ফ্ল্যাটগুলি খতিয়ে দেখেন। তাঁকে কথা বলতে দেখা যায় শিশুদের সঙ্গেও। মুখ্যমন্ত্রী পরে ফ্ল্যাটের চাবি তুলে দেন মালিকদের হাতে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৪১ বর্গমিটার। রয়েছে দু’টি রুম, রান্নাঘর, শৌচাগার।

Advertisement

[আরও পড়ুন: বাকি স্ত্রীর শেষকৃত্যের কাজ, শর্তসাপেক্ষে প্যারোলের মেয়াদ বাড়ল কালীঘাটের কাকুর]

এদিন যোগী আদিত্যনাথকে বলতে শোনা যায়, ”এটাই সেই রাজ্য যেখানে ২০১৭ সালের আগে মাফিয়ারা গরিব কিংবা ব্যবসায়ী এমনকী সরকারি জমিও হাতিয়ে নিত। সেই সময় গরিব মানুষরা কেবল অসহায়ের মতো তাকিয়ে দেখত। আজ সেখানেই আমরা দরিদ্র মানুষদের জন্য ফ্ল্যাট বানানো হয়েছে। এটা বিরাট সাফল্য।”

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশের চোখের সামনে আততায়ীদের হাতে খুন হন সমাজবাদী পার্টির (Samajwadi Party) পাঁচবারের বিধায়ক ও ফুলপুরের প্রাক্তন সাংসদ আতিক আহমেদ (Atiq Ahamed) ও তাঁর ভাই আশরফ। এবার তাঁর জমিতেই তৈরি হওয়া ফ্ল্যাট পেলেন যোগীরাজ্যের গরিব মানুষরা।

[আরও পড়ুন: ‘রিলস দেখেন? ওটিটির নয়া সিরিজটি কেমন?’ মেট্রোয় পড়ুয়াদের সঙ্গে আড্ডা প্রধানমন্ত্রীর!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement