Advertisement
Advertisement

Breaking News

Yogi Adityanath

বারাণসী থেকে কলকাতা, গোরক্ষপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত হবে নতুন জাতীয় সড়ক! বড় ঘোষণা যোগী আদিত্যনাথের

পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন।

Yogi Adityanath govt will soon build excellent national highways from Gorakhpur to Siliguri and Varanasi to Kolkata
Published by: Hemant Maithil
  • Posted:March 9, 2025 12:36 pm
  • Updated:March 9, 2025 1:53 pm  

হেমন্ত মৈথিল, লখনউ: একটা সময় উত্তরপ্রদেশকে বলা হত ‘ল্যান্ডলকড স্টেট’। অর্থাৎ এমন এক রাজ্য যার অন্য রাজ্যের সঙ্গে সংযোগের দিকটি একেবারেই প্রতিকূল। কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ এখন নতুন পথের দিশারী হয়ে উঠেছে। উন্নয়নকে ‘পাখির চোখ’ করে এগোতে চাইছেন যোগী। আর তারই ফলশ্রুতি গোরক্ষপুর থেকে শিলিগুড়ি ও বারাণসী থেকে কলকাতা পর্যন্ত নতুন জাতীয় সড়ক নির্মাণের ঘোষণা।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এক সমীক্ষা অনুসারে, পরিকাঠামো নির্মাণ খাতে ব্যয় করা অর্থ উত্তরপ্রদেশের মোট জিডিপির প্রায় ২.৫ থেকে ৩ গুণ ‘রিটার্ন’ আনে। সেই কারণেই এমন ধরনের প্রকল্প গ্রহণের ফলে রাজ্য উল্লেখযোগ্য সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের মানবসম্পদ ও বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়নের দিক থেকে দেশের শীর্ষস্থানীয় রাজ্য হিসেবে উত্তরপ্রদেশকে গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী যোগী প্রতিশ্রুতিবদ্ধ। তাই ‘ল্যান্ডলকড স্টেট’-এর চ্যালেঞ্জগুলির মোকাবিলা করে উত্তরপ্রদেশকে নিরবচ্ছিন্ন সংযোগের একটি মডেলে পরিণত করতে চান তিনি।

Advertisement

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি সম্প্রতি লখনউয়ে এসেছিলেন। আর তখনই তিনি গোরক্ষপুর থেকে শিলিগুড়ি ও বারাণসী থেকে কলকাতা পর্যন্ত নতুন জাতীয় সড়ক নির্মাণের ঘোষণা করেন। জানান, ৭৫ হাজার কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে এই প্রকল্পগুলি ওই অঞ্চলের সড়ক পরিবহনের ব্যাপক উন্নতির পাশাপাশি আর্থিক বৃদ্ধিও ঘটাবে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে ইতিমধ্যেই ৬টি এক্সপ্রেসওয়ে রয়েছে। নির্মাণাধীন রয়েছে ৭টি। এছাড়াও আগামিদিনে আরও বহু প্রকল্প পাইপলাইনে রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement