Advertisement
Advertisement

Breaking News

Yogi Adityanath

দলিত হওয়ায় গুরুত্ব দেওয়া হচ্ছে না, বিস্ফোরক যোগীর মন্ত্রী, অমিত শাহকে চিঠি লিখে ইস্তফার ইচ্ছাপ্রকাশ

দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ আরেক মন্ত্রীর।

Yogi Adityanath cabinet trouble: Minister resigns, another in Delhi | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 20, 2022 8:55 pm
  • Updated:July 20, 2022 8:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের নতুন সরকার গঠনের পর মাস ছ’য়েকও কাটেনি। এরই মধ্যে সরকারের অন্দরে রীতিমতো অসন্তোষ দানা বেঁধেছে। যা এবার প্রকাশ্যে চলে এল। সরকারের কার্যপদ্ধতি এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন রাজ্যের জলশক্তি বিভাগের প্রতিমন্ত্রী দীনেশ খাতিক (Dinesh Khatik)। তাঁর অভিযোগ স্রেফ দলিত হওয়ায় সরকারি আধিকারিকরা তাঁকে গুরুত্ব দিচ্ছেন না। সরকারের উচ্চস্তরে অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছু হয়নি।

দীনেশ কাথিকের অভিযোগ, তিনি জলশক্তি বিভাগের প্রতিমন্ত্রী হওয়া সত্ত্বেও তাঁর কোনও দাবিতে গুরুত্ব দেওয়া হচ্ছে না। দপ্তরের আধিকারিকরা তাঁর কোনও কথাই শুনছেন না। তাঁর কোনও নির্দেশ মানা হচ্ছে না। এমনকী নিজের দপ্তরের প্রধান সচিবের কাছে এ নিয়ে অভিযোগ জানাতে গেলে তিনি মুখের উপর ফোন কেটে দেন। দীনেশ কাথিক বলছেন, তাঁর দপ্তরে বিস্তর দুর্নীতি হচ্ছে। এমনকী নমামি গঙ্গে, হর ঘর জলের মতো কেন্দ্রীয় প্রকল্পেও বেনিয়ম হচ্ছে। যোগীর (Yogi Adityanath) ওই মন্ত্রীর দাবি, শুধু দলিত হওয়ায় এই ধরনের বঞ্চনার শিকার হতে হচ্ছে তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: পাক সীমান্তে গুলির লড়াই, এনকাউন্টারে খতম সিধু মুসেওয়ালার খুনের দুই অভিযুক্ত]

ইতিমধ্যেই দীনেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। সেই ইস্তফাপত্র আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইস্তফাপত্রে তিনি স্পষ্ট লিখেছেন দলিত হওয়ায় হেনস্তার শিকার হতে হয়েছে তাঁকে। বিরোধীদের প্রশ্ন, রাজ্যে একজন দলিত মন্ত্রীই এভাবে হেনস্তার শিকার হচ্ছেন, তাহলে সাধারণের নিরাপত্তা কোথায়? সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবও (Akhilesh Yadav) এ নিয়ে সরকারকে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, যে মন্ত্রিসভায় দলিত হওয়ায় মন্ত্রীদের হেনস্তার শিকার হতে হয়, সেই মন্ত্রিসভায় না থাকায় ভাল।

[আরও পড়ুন: শিব সেনা কার? সুপ্রিম কোর্টে জোর টক্কর শিণ্ডে-উদ্ধবের, মামলা গড়াতে পারে বৃহত্তর বেঞ্চে]

শুধু কাথিক নন, যোগী মন্ত্রিসভার আরেক মন্ত্রী জিতিন প্রসাদও (Jitin Prasad) মুখ্যমন্ত্রীর উপর খাপ্পা। তাঁর ব্যক্তিগত সচিবকে সদ্যই দুর্নীতির অভিযোগে বরখাস্ত করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তাঁর দপ্তরের পাঁচ আধিকারিককেও রাতারাতি বদলি করে দেওয়া হয়েছে। যা নিয়ে খাপ্পা জিতিন। দিল্লিতে যোগীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছেন তিনিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement