Advertisement
Advertisement

Breaking News

অযোধ্যায় রামায়ণ মিউজিয়াম গড়তে ২০ একর জমি দিলেন আদিত্যনাথ

রামায়ণ মিউজিয়াম গড়াকে কেন্দ্র করে ইতিমধ্যে সৃষ্টি হয়েছিল বিতর্কের৷

Yogi Adityanath approves construction of  Ramayana Museum in Ayodhya
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 21, 2017 12:24 pm
  • Updated:December 30, 2019 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় রামায়ণ মিউজিয়াম গড়ার জন্য ২০ একর জমি প্রদান করলেন উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ ওই মিউজিয়াম গড়ার জন্য জমি চিহ্নিত করেছিল কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক৷ বুধবার, সেই জমিতে মিউজিয়াম গড়ার অনুমতি দেন আদিত্যনাথ৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সুত্রে খবর, আগামী সপ্তাহের মধ্যেই এই নির্মাণ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে৷ জানা গিয়েছে, ১৮ মাসের মধ্যেই মিউজিয়াম নির্মাণের কাজ সম্পূর্ণ করে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার৷

[নারদ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টের]

অযোধ্যায় রামায়ণ মিউজিয়াম গড়াকে কেন্দ্র করে ইতিমধ্যে সৃষ্টি হয়েছিল বিতর্কের৷ উত্তরপ্রদেশে সদ্য গদিচ্যুত অখিলেশ যাদব সরকারের সময় এই মিউজিয়াম গড়ার অনুমতি দেওয়া হয়নি৷ তার পরিবর্তে নির্বাচনী সমীকরণ মাথায় রেখে সমাজবাদী সরকার একটি রামলীলা পার্ক গড়ার কথা বলেছিল৷ উল্লেখ্য, আজ সকালেই রাম মন্দির সমস্যা নিয়ে এক বিবৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এদিন, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর একটি পিটিশনের শুনানির সময় শীর্ষ আদালত রাম মন্দির বিতর্কটি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয়৷ প্রয়োজনে মধ্যস্ততা করার প্রস্তাবও দেয় সুপ্রিম কোর্ট৷

Advertisement

[5G প্রযুক্তিকে দিশা দেখাচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসুর গবেষণা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement