সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশীল কুমার হেরেছিলেন। বদলা নিলেন বাবা রামদেব। ২০০৮ অলিম্পিকে রূপোজয়ী কুস্তিগীর অ্যান্ড্রে স্ট্যাডনিককে হেলায় হারিয়ে দিলেন তিনি।
সূর্য নমস্কার করেই নেমেছিলেন। যোগের শক্তি যে কতখানি তা বোঝালেন হাড়ে হাড়ে। প্রো রেসলিং লিগের সেমি ফাইনাল চলাকালীন যখন চ্যালেঞ্জটা এসেছিল, তখন খানিকটা অবাকই হয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিমান কুস্তিগির। কিন্তু আরও অবাক নিশ্চয়ই হলেন ফলাফলে। ১২-০ ফলাফলে ইউক্রেনের কুস্তিগিরকে হারিয়ে দেন বাবা রামদেব। দর্শকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁদের লড়াই দেখে।
যোগগুরু থেকে ব্যবসার ক্ষেত্রেও নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন রামদেব। তাঁর ‘পতঞ্জলি’ যে দেশ ও বিদেশের তাবড় সংস্থাগুলির ঘুম কেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। কুস্তিতেও যে তিনি কতটা দড় এদিন তা প্রমাণ করলেন। তবে সেই সঙ্গে জানান দিলেন তাঁর দেশভক্তিও। কেননা জয় পাওয়ার পর তাঁর মুখে শোনা গেল ভারত মাতার বন্দনা। সুশীল কুমারকেও যাঁর কাছে পরাস্ত হতে হয়েছিল, তাঁকে হারানোর থেকে বড় ভারত বন্দনা আর কী হতে পারে!
দেখুন সেই ভিডিও-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.