Advertisement
Advertisement

Breaking News

Yes Bank

বুধবার থেকেই পুরোদমে কাজ করবে ইয়েস ব্যাংক, জানালেন রিজার্ভ ব্যাংকের গর্ভনর

এই খবরে কিছুটা স্বস্তি পেয়েছেন আতঙ্কিত গ্রাহকরা।

Yes Bank To Resume Full Banking Services From 6 pm On Wednesday

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:March 16, 2020 5:06 pm
  • Updated:March 16, 2020 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বুধবার থেকে পুরোদমে কাজ শুরু করবে ইয়েস ব্যাংক (Yes Bank)। সোমবার বিকেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই ঘোষণাই করলেন রিজার্ভ ব্যাংকের গর্ভনর শক্তিকান্ত দাস।

আতঙ্কিত গ্রাহকদের আশ্বস্ত করে তিনি বলেন, ইয়েস ব্যাংকের আমানতকারীদের আমি আশ্বস্ত করতে চাই যে আপনাদের টাকা পুরোপুরি সুরক্ষিত আছে। তাই এই বিষয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। ব্যাংক থেকে টাকা তোলার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বুধবার সন্ধে ছটার সময় তা তুলে নেওয়া হবে। তারপর থেকেই পূর্ণমাত্রায় কাজ চালু হবে। এরপর নতুন বোর্ড দায়িত্ব বুঝে নেবে। পাশাপাশি আগামী ২৬ মার্চ পর্যন্ত কাজ করবেন নিযুক্ত হওয়া প্রশাসক।

[আরও পড়ুন: রোগ গোপনের চেষ্টা, করোনা আক্রান্ত তরুণীর বাবার বিরুদ্ধে FIR দায়ের ]

 

রিজার্ভ ব্যাংকের গর্ভনরের সাংবাদিক বৈঠকের আগেই সোমবার দুপুরে এই বিষয়ে টুইট করে ইয়েস ব্যাংক কর্তৃপক্ষ। গ্রাহকদের ১৯ মার্চ থেকে দেশের মধ্যে অবস্থিত ১১৩২টি শাখার যেকোনও একটিতে এসে পরিষেবা নেওয়ার আহ্বান জানায়।

[আরও পড়ুন: ‘বাতিল হওয়া ট্রেন ও প্লেনের টিকিটে ছাড় দিন’, কেন্দ্রকে আবেদন সিপিএম সাংসদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement