Advertisement
Advertisement

দুর্নীতির অভিযোগে যশ বিড়লার বিরুদ্ধে চার্জশিট

চার্জশিট পেশ করা হয়েছে আরও সাতজনের বিরুদ্ধে৷

Yash Birla charge-sheeted for cheating investors
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 21, 2016 3:53 pm
  • Updated:January 27, 2020 3:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছরই কোটি কোটি টাকা দুর্নীতির উঠেছিল যশ বিড়লার মালিকানাধীন বিড়লা পাওয়ার সলিউশন লিমিটেড ও সংস্থার সিএফও পিভিআর মূর্তির বিরুদ্ধে৷ এফআইআর দায়ের করা হয়েছিল যশ বিড়লার বিরুদ্ধে৷ বৃহস্পতিবার ‘ইকোনমিক অফেন্স উইংস’ বা ইওডব্লিউ যশ বিড়লা-সহ মোট আটজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল৷

‘মহারাষ্ট্র প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটরস অ্যাক্ট কোর্ট’-এ গতকাল কয়েক হাজার পাতার ওই চার্জশিট পেশ করা হয়েছে৷ চার্জশিটে যশ বিড়লা ছাড়াও নাম রয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ওয়াইপি ত্রিবেদী, আশিস মাহিন্দাকর, তুষার দে, এম এস অরোরা, অনন্ত বর্ধন ও উপকার সিং ত্রিবেদীর৷ অভিযুক্তদের বিরুদ্ধে ৪০৬, ৪২০ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে মূল অভিযোগ যশ বিড়লার বিরুদ্ধে৷ কারণ, সংস্থার চেয়ারম্যান হিসাবে বিনিয়োগকারীদের টাকা ফেরতের দায়িত্ব তাঁর উপরেই বর্তায়৷

Advertisement

অভিযুক্তদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন প্রতারিতরা৷ বিনিয়োগকারীদের অর্থ ফেরাতে ওশিওয়াড়া সংস্থার ৪০০০ স্কোয়্যার মিটার সম্পত্তি নিলামে তোলা হতে পারে৷ নিলাম থেকে সংগৃহীত অর্থ বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হতে পারে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement