Advertisement
Advertisement

স্যাটে ১৬০০-র মধ্যে ১৫৯০ পেয়ে নজির নয়ডার ‘বিস্ময় কিশোর’-এর

কীভাবে সম্ভব হল এমন কীর্তিমান?

Yash Bhatkar, 16-yr-old from Noida score of 1590/1600 in SAT
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 8, 2017 6:32 am
  • Updated:March 8, 2017 6:35 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট বা স্যাটে ১৬০০ নম্বরের মধ্যে ১৫৯০ পেয়ে রেকর্ড সৃষ্টি করল নয়ডার বিস্ময় কিশোর যশ ভাটকর। মার্কিন মুলুকের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা অর্জনের জন্য প্রতিবছর প্রায় ১৭ লক্ষ ভারতীয় পড়ুয়া এই পরীক্ষায় বসে। আর সেই পরীক্ষায় কোনও প্রাইভেট টিউশন ছাড়াই বাজিমাত করেছে যশ। অঙ্কে ৮০০-তে ৮০০, পদার্থবিদ্যায় ৮০০-তে ৭৯০ পেয়েছে সে। মোট প্রাপ্ত নম্বর ১৫৯০। এমন কীর্তিমান গড়ে স্বভাবতই উচ্ছ্বসিত ১৬ বছরের কিশোর যশ।

(বিতর্কিত ধর্মগুরু জাকির নায়েককে সমন পাঠালো এনআইএ)

এক সর্বভারতীয় দৈনিককে যশ জানিয়েছে, কোনওরকম টিউশন ছাড়াই এই কামাল করেছে সে। কোনও বিষয়কে মুখস্থ নয়, স্রেফ কনসেপ্ট স্টাডির উপর ভর করেই এই ফল পেয়েছে যশ। কোনও বাড়তি চাপ সে কোনওদিনই নেয়নি। যশের মতে, পরীক্ষার আগে বেশি পড়াশোনা করলে বাড়তি চাপসৃষ্টি হয়। তাই নিজেও কোনওদিন তা করেনি যশ। তার স্বপ্ন, স্ট্যানফোর্ড বা ইয়েল বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠানে অঙ্ক বা অর্থনীতি নিয়ে পড়াশোনা করা।

Advertisement

(‘ঘুষখোর’ দেশের তালিকায় শীর্ষে ভারত)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement