Advertisement
Advertisement

Breaking News

শক্তি বাড়িয়ে দলে ফিরেই ক্ষমতা দখল ‘সভাপতি’ অখিলেশের

যাদবকুলের দঙ্গলের নয়া অধ্যায়, অমর সিংকে বহিষ্কারের পথে অখিলেশ৷

Yadav Vs Yadav: Akhilesh Destroys Mulayam Citadel, Snatches Party
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 1, 2017 1:03 pm
  • Updated:October 27, 2020 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নয়া নাটক যাদবকুলের কাজিয়ায়৷ শক্তি বাড়িয়ে দলে ফিরেই সরাসরি নেতৃত্বের ব্যাটন নিজের হাতে তুলে নিলেন অখিলেশ যাদব৷ লখনউয়ে দলীয় প্রতিনিধিদের সভায় সমাজবাদী পার্টির সর্বভারতীয় সভাপতি হিসেবে অখিলেশের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক রামগোপাল যাদব৷ একই সঙ্গে শিবপাল যাদবকে দলের রাজ্য সভাপতির পদ থেকে অপসারিত করার কথা ঘোষণা করা হয়৷ দল থেকে অমর সিংকে বহিষ্কার করার কথাও বলেছেন রামগোপাল৷

রবিবার সকালে দলের সবাইকে নিজেকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ জানান অখিলেশ৷ তিনি জানান, ‘নেতা জি’র ছেলে হিসেবে তাঁর দায়িত্ব দলকে দুর্নীতিমুক্ত করা৷ সমাজবাদি পার্টি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের জনগণেরই লাভ হবে বলে জানান অখিলেশ৷ কিছু লোক দলের ক্ষতি করার চেষ্টা করেছে, তাঁর দায়িত্ব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া৷ তিনি মুখ্যমন্ত্রী হলে ‘নেতা জি’ খুশি হবেন বলেই দাবি করেন অখিলেশ৷ তাঁর নাম উপদেষ্টা হিসেবে সুপারিশ করা হয়৷

Advertisement

এদিকে রামগোপালের ডাকা এই সভাকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন মুলায়ম সিং যাদব৷ বিজ্ঞপ্তি জারি করে তিনি দলের সমর্থক, কর্মী, নেতাদের এই সভায় হাজির না হওয়ার নির্দেশ দিয়েছিলেন৷ অখিলেশপন্থীরা সেই নির্দেশ উপেক্ষা করেই এদিন সভা ময়দানে হাজির হয়েছিলেন৷

এদিন রামগোপাল বর্মাকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করেছেন ‘নেতা জি’৷ আগামী ৫ জানুয়ারি জ্ঞানেশ্বর মিশ্র পার্কে দলীয় সভা করবেন তিনি৷ বাবা-ছেলের টানাপোড়েনের জেরে বাড়ানো হয়েছে লখনউয়ের নিরাপত্তা৷ বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এসপি অফিসের সামনে৷ প্রসঙ্গত, ক’দিন আগেই ছয় বছরের জন্য দল থেকে ছেলে অখিলেশকে বহিষ্কার করেছিলেন মুলায়ম৷ কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে ফিরিয়ে নিতে বাধ্য হন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement