Advertisement
Advertisement
Vinesh Phogat

রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ, হরিয়ানায় কংগ্রেসের টিকিটে লড়বেন ভিনেশ-বজরং!

কংগ্রেস সূত্র বলছে, ভিনেশ এবং বজরং দুজনেই হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন।

Wrestlers Vinesh Phogat, Bajrang Punia meet Rahul Gandhi
Published by: Subhajit Mandal
  • Posted:September 4, 2024 2:15 pm
  • Updated:September 16, 2024 2:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুস্তির ম্যাট ছেড়ে কি এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন ভিনেশ ফোগাট! দীর্ঘদিনের জল্পনা এবার সত্যি হওয়ার পথে। সব ঠিক থাকলে কংগ্রেসের টিকিটে হরিয়ানা বিধানসভায় লড়বেন ভিনেশ। তাঁর সঙ্গে কংগ্রেসে যোগ দিচ্ছেন বজরং পুনিয়াও। তিনিও হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়তে পারেন। বুধবার দুজনেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন।

মহিলা কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদে কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছিলেন ভিনেশ-বজরংরা। দিল্লির যন্তরমন্তরে ধরনা থেকে শুরু করে নতুন সংসদ ভবন অভিযান-সমস্ত ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাঁদের। তৎকালীন বিজেপি সাংসদ ব্রিজভূষণকে আড়াল করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার, এমন অভিযোগও বারবার তুলেছেন ভিনেশরা।

Advertisement

[আরও পড়ুন: ১৫-১৬ মাসেও ফেরেনি শান্তি, নীরব দর্শক কেন্দ্রীয় বাহিনী ! তোপ মণিপুরের বিজেপি বিধায়কের]

ভিনেশ অলিম্পিক থেকে ফেরার পরই তাঁর কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা চলছে। তাঁর পদক বঞ্চনা নিয়ে সংসদেও সরব হয় কংগ্রেস। রোহতকের সাংসদ দীপেন্দ্র সিং হুডা নিজে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আসেন। এর আগে ভিনেশ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে দেখা করেছেন। বজরং বেশ কিছুদিন আগে থেকেই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বুধবার রাহুল সাক্ষাতের পর তাঁরা সরকারিভাবে কংগ্রেসে যোগ দিতে পারেন বলে খবর।

[আরও পড়ুন: ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে মমতাকে তোপ রিজিজুর, পুরনো চিঠি শেয়ার করে খোঁচা]

কংগ্রেস সূত্র বলছে, ভিনেশ এবং বজরং দুজনেই হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন। এই মুহূর্তে যে সব সরকারি পদে তাঁরা রয়েছেন, সেসব পদও ভোটের আগে ছেড়ে দেবেন। সব ঠিক থাকলে ভিনেশকে লড়তে হতে পারে তাঁরই দিদি ববিতা ফোগাটের সঙ্গে। ববিতা এই মুহূর্তে বিজেপির টিকিটে জিতে আসা বিধায়ক।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement