Advertisement
Advertisement

Breaking News

শেষ করতে হবে ৭০ হাজার কোটির দুর্নীতির তদন্ত, সিবিআইকে সুপ্রিম কোর্ট

অভিযোগের তীর ইউপিএ জমানার অর্থমন্ত্রী, এমনকী প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও৷

Wrap multi-crore Air India scam probe soon, SC tells CBI
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 6, 2017 1:10 pm
  • Updated:January 6, 2017 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৫-০৬ সালে ইউপিএ জমানায় এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফট কেনা ও লিজ প্রক্রিয়ায় প্রায় ৭০,০০০ কোটি টাকার দুর্নীতির তদন্ত দ্রুত শেষ করতে সিবিআইকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷

বৃহস্পতিবার শীর্ষ আদালত নির্দেশ দেয়, আসন্ন জুন মাসের মধ্যে সিবিআইকে এয়ার ইন্ডিয়া দুর্নীতির তদন্ত শেষ করতে হবে৷ এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি মুখ্য বিচারপতি জে এস শেখর, বিচারপতি এন ভি রামন ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চকে জানান, ২০১৩ সালে ওই কেলেঙ্কারিতে এফআইআর দায়ের করে সিবিআই৷ ইতিমধ্যেই ওই তদন্তে ৫৫ জন সাক্ষ্যকে জেরা করা হয়ে গিয়েছে৷ রোহতগি আরও জানিয়েছেন, ব্রিটেনের কাছ থেকে ওই দুর্নীতির তদন্তের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয়েছে৷ আশা করা যায়, জুন মাসের মধ্যে তদন্তের জাল গুটিয়ে আনবে সিবিআই৷

Advertisement

তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের নেতৃত্বে আইনমন্ত্রী এইচ আর ভরদ্বাজ ও অসামরিক বিমানমন্ত্রী প্রফুল প্যাটেলকে নিয়ে গড়া একটি ‘গ্রুপ অফ মিনিস্টার’ ২০০৫ সালের ২৪ ডিসেম্বর বোয়িং ও জিই-র সঙ্গে বৈঠক করেন৷ বোয়িংয়ের কাছ থেকে ৬৮টি বিমান কেনার সম্মতিপত্রে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংও৷ ২০১১-র মধ্যে বিমানগুলি ভারতের হাতে তুলে দেওয়ার কথা ছিল৷ কিন্তু ওই চুক্তিতে বিপুল দুর্নীতি হয়েছে বলে অভিযোগ৷ সেই মামলাতেই এদিন বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দেয়, ২০১৩ সালে এফআইআর দায়ের করা হয়েছিল৷ মামলাটি দ্রুত শেষ করতে হবে৷ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ১১১টি বিমান কেনা ও ভাড়া নেওয়ার ঘটনায় তৎকালীন বিমানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ক্যাগ রিপোর্টেও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement