Advertisement
Advertisement

Breaking News

রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর হলে ভালই কাজ করব: চেতন ভগত

আপের সঙ্গে কাজিয়ার জেরেই এই বক্তব্য চেতনের৷

would-be-able-to-do-better-than-many-others-if-i-took-rbi-governor-job-chetan-bhagat-to-aap
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2016 2:51 pm
  • Updated:June 20, 2016 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যদি তাঁকে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর করা হয়, তাহলে অন্য অনেকের থেকে তিনি ভাল কাজ করে দেখাতে পারেন৷ এ দাবি যাঁর, তিনি লেখক চেতন ভগত৷ না, লেখালিখি ছেড়ে দিয়ে অন্য পেশায় যেতে তিনি রাজি নন৷ আপের সঙ্গে কাজিয়ার জেরেই এই বক্তব্য চেতনের৷

সম্প্রতি বিজেপির সমালোচনা করতে গিয়ে চেতনকে টেনে আনেন আপের মুখপাত্র রাঘব চাডঢা৷ তিনি জানান, বিজেপির উচিত চেতন ভগতকে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর পদ দেওয়া এবং অনুপম খেরকে ইসরোর প্রধান করে দেওয়া৷ বিজেপি তথা মোদি সরকারের প্রতি অনুরাগের জেরেই তাঁদের টেনে এনেছে আপ৷ তীব্র সমালোচনায় আপের এই ঠাট্টার জবাব দেন চেতন৷ পরপর বেশ কয়েকটা টুইট করে আপের পাল্টা সমালোচনায় নামেন তিনি৷ জানান, এই পদ দিলে তিনি অন্য অনেকের থেকে ভাল কাজ করতে পারেন৷ তাঁর পড়াশোনার কথা উল্লেখ করে তিনি জানান, অর্থনীতির ব্যাপারটা তিনি ভালই বোঝেন৷  সুতরাং এই পদে কাজ করতে তাঁর পক্ষে অসুবিধার হবে না৷ সেই সঙ্গে আপকে একহাত নিয়ে তিনি বলেন, কারও সম্পর্কে কিছু বলতে গেলে একটু ভাবনা চিন্তা করা উচিত৷ কিন্তু গভীরভাবে ভাবনা চিন্তা করা তো আপের আসে না৷ আপের নেতাদের এই কারণে ‘লো আইকিউ’ সম্পন্ন বলেও ঠাট্টা করেন চেতন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement