Advertisement
Advertisement

Breaking News

Cocaine

সাবানের পেটে লুকিয়ে মাদক পাচার, মুম্বই বিমানবন্দরে উদ্ধার ৩৩ কোটির কোকেন

ইথিওপিয়া ফেরত পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

Worth 33.60 crore Cocaine from Indian in Mumbai Airport who arrived from Addis Ababa | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 2, 2023 12:24 pm
  • Updated:February 2, 2023 12:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানবন্দরে মাদক পাচারের ছক বানচাল। সাবানের মধ্যে লুকিয়ে প্রায় সাড়ে ৩ কেজি কোকেন ভারতে আনার ছক কষেছিল এক ভারতীয় নাগরিক। মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) তল্লাশির সময় সেই ছক বানচাল হয়ে যায়। পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক (Cocaine) ও সোনা পাচারের নিত্যনতুন ছক কষছে পাচারকারীরা। কখনও দেহের অঙ্গ-প্রত্যঙ্গে লুকিয়ে তো কখনও পেস্ট তৈরি করে মাদক ও সোনা পাচারের চেষ্টা চলছে দেশের একাধিক বিমানবন্দরে। পুলিশের চোখে ধুলো দিতে এবার সাবানের মধ্যে মোমের স্তর তৈরি করা হয়েছিল। তার মধ্যে প্লাস্টিকে লুকিয়ে কোকেন পাচারের ছক ছিল।

Advertisement

[আরও পড়ুন: ডুয়েট গেয়ে মাতিয়ে দিলেন কুণাল-সায়নী, উচ্ছ্বসিত হাজার হাজার দর্শক]

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইথিওপিয়ার রাজধানী থেকে আদ্দিস আবাবা থেকে মুম্বই আসে ওই পাচারকারী। তাঁর কাছে ৩ কেজি ৩৬ গ্রাম কোকেন ছিল। যার বাজার মূল্য় প্রায় ৩৩ কোটি ৬ লক্ষ টাকা। ডিরেক্টরেট অফ রেভিনিউ বিভাগের আধিকারিকরা তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করে।

 

উল্লেখ্য, গত মাসে আদ্দিস আবাবা থেকে ফেরা এক ব্যক্তির কাছ থেকে ১৬ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছিল। এবার ফের একবার সেই ইথিওপিয়া ফেরত ব্যক্তির কাছ থেকে মাদক উদ্ধার হল।

[আরও পড়ুন: নতুন নাকি পুরনো, কোন করকাঠামো বেশি সাশ্রয়ী? সংশয়ে করদাতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement