Advertisement
Advertisement
রাবণের কুশপুতুল

দশেরায় বিশ্বের সবচেয়ে বড় রাবণের কুশপুতুল পোড়ানো হবে চণ্ডীগড়ে

৩০ লক্ষ টাকা খরচ করে ২২১ ফুটের কুশপুতুল তৈরি হচ্ছে।

World's tallest effigy of Ravana to be burnt on Dussehra this year in chandigarh

ফাইল ফোটো

Published by: Soumya Mukherjee
  • Posted:September 25, 2019 5:08 pm
  • Updated:September 25, 2019 7:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরের দশেরা উত্‍সবে বিশ্বের সবচেয়ে বড় রাবণের কুশপুতুল পোড়ানো হবে চণ্ডীগড়ে। ৩০ লক্ষ টাকা খরচ করে এখন ২২১ ফুটের ওই কুশপুতুল তৈরি করা হচ্ছে। যা নিয়ে উত্‍সাহের শেষ নেই চণ্ডীগড়ের বাসিন্দাদের মধ্যে।

[আরও পড়ুন: ‘এনআরসি হলে সর্বপ্রথম দিল্লিছাড়া হবেন মনোজ তিওয়ারি’, কটাক্ষ কেজরিওয়ালের]

এপ্রসঙ্গে উদ্যোক্তাদের একজন বলেন, ‘গত পাঁচ বছর ধরে রেকর্ড তৈরির জন্য রাবণের সবচেয়ে বড় কুশপুতুল তৈরির চেষ্টা হচ্ছে। কিন্তু, সফলতা আসেনি। তবে এবার বিশ্বের সবচেয়ে বড় রাবণের কুশপুতুল আমরাই তৈরি করেছি। গত বছর ২১০ ফুটের কুশপুতুল তৈরি করা হয়েছিল। কিন্তু, এবার তার থেকেও ১১ ফুট বেশি পুতুল তৈরি করা হচ্ছে। এর ওজন ৭০ কুইন্টাল। তার মধ্যে রাবণের তলোয়ারের ওজন তিন কুইন্টাল আর জুতোর ওজন দুই কুইন্টাল।’

Advertisement
Ravana
তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রাবণ

আরও জানা গিয়েছে, চণ্ডীগড়ের ধানাস গ্রাউন্ডে তৈরি হওয়া রাবণের ওই কুশপুতুল আগামী ২ অক্টোবর থেকে দেখতে পাবেন সাধারণ মানুষ। আর তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ওই গ্রাউন্ডে থাকা কুশপুতুলের সামনে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। যাতে চণ্ডীগড় তথা পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন লোকগান ও লোকনৃত্যের অনুষ্ঠানে যোগ দেবেন প্রচুর মানুষ। এরপর অক্টোবরের আট তারিখ, দশেরার দিন বিকেলে পোড়ানো হবে রাবণের সবচেয়ে বড় কুশপুতুল। ওই কুশপুতুলের ভিতরে যেসমস্ত আতসবাজি থাকবে তা পরিবেশ দূষণ করবে না বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। সাধারণ আতসবাজির তুলনায় ৮০ শতাংশ কম দূষিত হবে পরিবেশ।

[আরও পড়ুন:টাকা তোলার ঊর্ধ্বসীমা মাত্র ১ হাজার! RBI-এর নির্দেশে বিপাকে এই ব্যাংকের গ্রাহকরা]

প্রতিবছরই দশেরা উত্‍সবে রাবণের কুশপুতুল পোড়ানো হয় ভারতের বিভিন্ন প্রান্তে। নবরাত্রি উদযাপনের পর হওয়া এই উত্‍সব রামের হাতে রাবণের বধ হওয়ার ঘটনাকেই স্মরণ করায়। গত বছর দশেরার দিন রাবণের কুশপুতুল পোড়ানো দেখতে গিয়ে পাঞ্জাবের অমৃতসরে ট্রেনে কাটা পড়েছিলেন প্রায় ১৫০ জন মানুষ। ভয়ানক সেই স্মৃতি আজও ভুলতে পারা যায়নি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement