সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবার আগে দেশ, সবার আগে দেশবাসী। সংসদে বাজেট অধিবেশনের আগে এই সুরই বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পরই শুরু হয় অধিবেশন। বুধবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
এদিন অধিবেশন শুরুর আগে মোদি (PM Modi) বলেন, “বিজেপির নেতৃত্বাধীন এনডিএয়ের সরকারের একটাই লক্ষ্য, ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট। অর্থাৎ সবার আগে দেশ, সবার আগে দেশবাসী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিশ্চিত ভাবে সেই কথা মাথায় রেখেই বাজেট পেশ করবেন।” তিনি আরও বলেন, বিশ্বজুড়ে আর্থিক মন্দার মধ্যে সকলের নজর ভারতের দিকেই। বিজেপি সরকারের বাজেটই আশার আলো দেখাবে বলে দাবি মোদির। সাধারণের কথা ভেবেই বাজেট তৈরি হয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী চান, এ নিয়ে সংসদে ইতিবাচক আলোচনা হোক।
Our Finance Minister is a woman too. She will present one more budget before the country tomorrow. In today’s global circumstances, not only India but the entire world is looking at India’s budget: PM Narendra Modi at the Parliament#BudgetSession pic.twitter.com/nvrC5sVmhO
— ANI (@ANI) January 31, 2023
মোদির কথায়, “আমাদের অর্থমন্ত্রীও একজন মহিলা। আরও একবার তিনি বাজেট পেশ করবেন। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে শুধু ভারতই নয়, গোটা বিশ্বের নজর থাকবে বুধবারের বাজেটের দিকে।”
এদিন যৌথ অধিবেশনের ভাষণে আত্মনির্ভরতার উপর জোর দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বলেন, ২০৪৭ সালের মধ্যে এমন ভারত গড়তে হবে, যা অতীত গৌরব আর অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হয়ে উঠবে। আত্মনির্ভর, দারিদ্র মুক্ত, যুবশক্তিতে ভরপুর ভারত তৈরিই লক্ষ্য। এরপরই যোগ করেন, গত ৯ বছরে নানা পরিবর্তন দেখেছে ভারত। গোটা বিশ্বের ভারতকে দেখার নজর বদলে গিয়েছে। বর্তমানে দুনিয়ার নানা সমস্যা সমাধানের মাধ্যমে পরিণত হয়েছে ভারত। রাষ্ট্রপতির মুখে উঠে আসে এলওসি থেকে এলএসিতে ভারতীয় সেনার পরিক্রম, মোদি সরকারের তিন তালাকের বিলোপ, একদেশ এক রেশন কার্ডের মতো পদক্ষেপের বিষয়গুলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.