ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারিত হয়ে রাশিয়ায় গিয়ে রুশ সেনার ‘নাগপাশে’ বন্দি হয়েছেন বহু ভারতীয়। কেন্দ্রের তৎপরতায় অবশেষে মুক্তি পেতে চলেছেন তাঁরা। রাশিয়ার সেনায় নিযুক্ত ভারতীয়দের মুক্তির বিষয়ে এবার সদর্থক বার্তা দিল দিল্লিতে অবস্থিত রাশিয়ার দূতাবাস। জানানো হয়েছে, রাশিয়ার সেনাবাহিনীতে যে ভারতীয়রা নিযুক্ত তাঁদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
চাকরির টোপ দিয়ে বহু ভারতীয়কে নিযুক্ত করা হয়েছিল রাশিয়ার সেনাবাহিনীতে। সেই ঘটনায় বেশ কয়েকজনকে দেশে ফিরিয়ে আনা হলেও এখনও সেখানে রয়েছেন ৬৯ জন। যাদের ফিরিয়ে আনতে তৎপর হয়েছে ভারত সরকার। কেন্দ্রের চাপে পড়ে এ প্রসঙ্গে রাশিয়ার দূতাবাসের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে যে ভারতীয়রা রাশিয়ার সেনার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি শোক প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ভারত ও রাশিয়া দুই দেশ যৌথভাবে সেনায় নিযুক্ত ভারতীয়দের চিহ্নিত করার কাজ শুরু করেছে। ভারতীয়দের চিহ্নিত করে তাঁদের সবেতন চাকরি থেকে মুক্তি দেওয়া হচ্ছে। এমনকী ভারতীয় যুবকদের সঙ্গে যে চুক্তি করা হয়েছিল তা সময়ের আগেই শেষ করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি দূতাবাস আরও জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে বিদেশিদের সেনায় নিযুক্তির প্রক্রিয়া বন্ধ রেখেছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক।
Russian Embassy in New Delhi statement on Indian nationals being duped into joining Russian Military. Over 69 Indian Nationals still continue to be part of Russian Army and want to return to India immediately. pic.twitter.com/GoVqlQ6ZXn
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 10, 2024
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিদেশিদের চাকরির নামে ভুল বুঝিয়ে সেনায় নিয়োগের যে অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে উঠেছিল তা পুরোপুরি খারিজ করেছে দূতাবাস। তাঁদের স্পষ্ট বক্তব্য, রাশিয়া সরকার কাউকে কখনও ভুল বুঝিয়ে সেনায় নিযুক্ত করেনি। বরং ভারতেই যে তাঁরা প্রতারিত হয়েছেন এমনটাই দাবি করেছে দূতাবাস।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বহু ভারতীয়কে চাকরির নামে রাশিয়ায় নিয়ে গিয়ে সেনায় নিযুক্ত করার অভিযোগ ওঠে। যুদ্ধে গিয়ে প্রাণ হারান অনেকেই। একাধিক ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় সেনার পোশাকে ভারতীয় যুবক সরকারের কাছে আবেদন জানাচ্ছেন তাঁদের ফেরানোর। ঘটনার তদন্তে নেমে প্রশাসন জানতে পারে ভারতীয়দের রাশিয়া নিয়ে যেতে ভারতে গড়ে উঠেছে প্রতারণা চক্র। এর পরই তৎপর হয় সরকার। সম্প্রতি লোকসভার প্রশ্ন-উত্তর পর্বে বিদেশমন্ত্রী জয়শংকর বলেন, “আমাদের কাছে যা তথ্য রয়েছে সেই অনুযায়ী মোট ৯১ জন ভারতীয় রাশিয়ার সেনায় যোগ দিয়েছিলেন। তাঁর মধ্যে ৮ জন নিহত হয়েছেন। ১৪ জন ছাড়া পেয়ে দেশে ফিরে এসেছেন। এখনও ৬৯ নাগরিকের অব্যাহতি পাওয়া বাকি রয়েছে।” এমনকী রাশিয়ার সরকারের সঙ্গে কথা বলে তাঁদের ফেরানোর প্রক্রিয়া যে শুরু হয়েছে সে কথাও জানান বিদেশমন্ত্রী। এবার রাশিয়ার দূতাবাসের বিবৃতিতে আশার আলো দেখছেন প্রতারিত ভারতীয়রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.