Advertisement
Advertisement

২১ হাজার টাকা বেতনেও এবার ইএসআই-এর আওতায় কর্মীরা

১ অক্টোবর থেকে ইএসআই-এর সিদ্ধান্ত কার্যকর হবে৷

Workers who get RS. 21,000 will come under ESIC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 12:24 pm
  • Updated:September 7, 2016 12:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মচারী রাজ্য বিমা সংস্থার (ইএসআইসি) নতুন উদ্যোগে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ মানুষ৷ সংস্থার সিদ্ধান্তে এবার সর্বোচ্চ ২১ হাজার টাকা মাসিক বেতন পেলেও ইএসআই-এর স্বাস্থ্যবিমার আওতায় আসা যাবে৷ দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেতন বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে সংস্থা ঊর্ধ্বসীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে৷ এতদিন সর্বোচ্চ মাসিক ১৫ হাজার টাকা বেতনের কর্মীরা ইএসআই-এর সুবিধা পেতেন৷ ইএসআই-এর সিদ্ধান্তে শ্রমিক-কর্মচারী পরিবারের আরও প্রায় দু’কোটি মানুষ স্বাস্থ্যবিমা পরিষেবার আওতায় আসবেন বলে মনে করা হচ্ছে৷ বর্তমানে বিমার সুবিধা পান প্রায় ২.৬ কোটি শ্রমিক কর্মচারী ও তাঁদের পরিবারের প্রায় দশ কোটি মানুষ৷ সম্প্রতি সরকার অসংগঠিত শিল্পের শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৪২ শতাংশ বাড়িয়ে ৩৫০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে৷ এতদিন সেই পরিমাণ ছিল দৈনিক ২৪৬ টাকা৷

১ অক্টোবর থেকে ইএসআই-এর সিদ্ধান্ত কার্যকর হবে৷ শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়র পৌরোহিত্যে সংস্থার বোর্ডের বৈঠকে মাসিক সর্বাধিক ২৫ হাজার টাকা বেতন প্রাপকদের প্রকল্পের আওতায় আনার প্রস্তাব দেওয়া হলেও তা শেষ পর্যন্ত গৃহীত হয়নি৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement