Advertisement
Advertisement

Breaking News

ইএসআই ছাড়াও অন্য স্বাস্থ্যবিমা বাছতে পারবেন কর্মচারীরা

আইনে সংশোধনী আনছে শ্রমমন্ত্রক৷

Workers can soon choose insurance plans other than ESI
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 12:13 pm
  • Updated:October 17, 2016 12:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ২ কোটি চাকরিজীবী এবার বাধ্যতামূলক এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন (ইএসআই) পরিচালিত প্রকল্পের বদলে বাজারে প্রচলিত বিভিন্ন স্বাস্থ্যবিমা বেছে নিতে পারবেন৷ বর্তমান ব্যবস্থায় ২১ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতনের কর্মচারীদের ক্ষেত্রে ইএসআই স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক৷ একটি সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রবিবার জানিয়েছে, এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স অ্যাক্ট, ১৯৪৮-এর সংশোনের জন্য শ্রমমন্ত্রক খুব শীঘ্রই একটি বিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠাবে৷ নতুন আইনে বাজার চলতি স্বাস্থ্যবিমা বেছে নেওয়ার জন্য কর্মচারীরা সুযোগ পাবেন৷ ১৬ নভেম্বরে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশনে বিলটি পেশ হতে পারে৷

অর্থমন্ত্রী অরুণ জেটলি চলতি বছরের বাজেট ঘোষণাতেই বলেছিলেন, ইএসআইয়ের সুবিধাপ্রাপ্ত সংগঠিত ক্ষেত্রের কর্মচারীরা ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (আইআরডিএ) অনুমোদিত বাজারে প্রচলিত স্বাস্থ্যবিমা বেছে নেওয়ার সুযোগ পাবনে৷ অর্থমন্ত্রীর সেই ঘোষণাতেই শ্রমমন্ত্রক এই পদক্ষেপ করেছে৷

Advertisement

ইএসআই অ্যাক্ট, ১৯৪৮ সংশোধনের জন্য ইতিমধ্যেই আন্তঃ-মন্ত্রক বৈঠকের কাজও সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে৷ এই বিল কর্মচারীদের সুবিধার জন্য হলেও শ্রমিক সংগঠনগুলি এই সংশোধনীর বিরোধিতা করেছে৷

সূত্রের খবর, ইএসআই প্রকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনও স্বাস্থ্যবিমা বাজারে আছে কি না, প্রথমে সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শ্রমমন্ত্রককে পরামর্শ দিয়েছে সংগঠনগুলি৷ এরপরও এই ব্যাপারে দ্বিধা-দ্বন্দ্ব থেকেই যাচ্ছে৷ আর শ্রমিক সংগঠনগুলি তা নিয়েই প্রশ্ন তুলেছে৷ যার কোনও জবাব মেলেনি৷ সংগঠনগুলির প্রশ্ন, প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে শ্রমমন্ত্রক একই সঙ্গে প্রতিটি কর্মচারীর ইএসআই প্রকল্প ও অন্য স্বাস্থ্যবিমা সুবিধা নিশ্চিত করবে কীভাবে? ইএসআই এবং অন্য স্বাস্থ্যবিমা সুবিধাগুলির তুলনা করার কথাও বলেছে শ্রমিক সংগঠনগুলি৷

প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছিল, ইএসআই থেকে অন্য স্বাস্থ্যবিমায় পরিবর্তনের জন্য কর্মচারীকে একবারই সুযোগ দেওয়া হবে৷ তবে সূত্রের খবর, খসড়া বিলে তেমন কোনও সীমাবদ্ধতার কথা বলা হয়নি৷

পেনশনভোগীদের জন্যও এমন একটি বিমা প্রকল্পের কথা বলেছিলেন জেটলি৷ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) সেই ব্যাপারে কাজ করছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement