Advertisement
Advertisement

Breaking News

Chhattisgarh

নখ উপড়ে, নগ্ন করে ইলেকট্রিক শক! ছত্তিশগড়ে চোর সন্দেহে ২ শ্রমিককে নৃশংস অত্যাচার

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। 

Workers Allegedly Given Electric Shock, Nails Pulled Out By Employer In Chhattisgarh
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 19, 2025 5:02 pm
  • Updated:April 19, 2025 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নখ উপড়ে, নগ্ন করে ইলেকট্রিক শক। বেধড়ক মারধর! চোর সন্দেহে দুই শ্রমিককে এমনই নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল এক ছত্তিশগড়ের এক আইসক্রিম কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোনও রকমে সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান নিগৃহীতরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। 

জানা গিয়েছে, এই ঘটনা ছত্তিশগড়ের কোরবা জেলার একটি আইসক্রিম কারখানার। রাজস্থানের ভিলওয়ারা জেলার বাসিন্দা অভিষেক ভাম্বি ও বিনোদ ভাম্বি চুক্তির ভিত্তিতে ওই কারখানায় কাজ করতে এসেছিলেন। কিন্তু দিন চারেক আগে কারখানার তরফে গুরজার ও তাঁর এক সহযোগী এসে অভিষেক আর বিনোদের বিরুদ্ধে চুরির অভিযোগ আনে। তারপর শুরু হয় অত্যাচার।

Advertisement

দু’জনের অভিযোগ, তাঁদের নগ্ন করে প্রথমে বেধড়ক মারধর করা হয়। তারপর নখ উপড়ে ইলেকট্রিক শক দেওয়া হয়। কোনও রকমে ওই যুবকরা পালিয়ে গিয়ে পাশের গ্রামে আশ্রয় নেয়। সেখানকার থানায় অভিযোগ দায়ের করে। এই ঘটনায় রাজস্থান পুলিশ ‘জিরো’ এফআইআর দায়ের করে। এর মাধ্যমে দুই যুবক যেকোনও জায়গার থানায় অভিযোগ দায়ের করতে পারবে। পরবর্তীতে এই মামলা কোরবা থানায় পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অভিষেক তাঁর মালিকের কাছ থেকে তার গাড়ির কেনার জন্য ২০ হাজার টাকা অগ্রিম চান। মালিক তা দিতে রাজি হননি। তখন অভিষেক কাজ ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তখনই মালিক দুই যুবকের উপর অত্যাচার করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub