Advertisement
Advertisement
PM Modi

‘গায়ের রং নিয়ে অশ্রদ্ধা মানবে না দেশ’, পিত্রোদার মন্তব্যে খোঁচা মোদির, দায় ঝাড়ল কংগ্রেস

ভারতের বৈচিত্র তুলে ধরতে ভুল উপমা টেনেছে স্যাম, প্রতিক্রিয়া কংগ্রেসের।

Won't Tolerate Disrespect On Colour PM Modi Slams Sam Pitroda
Published by: Kishore Ghosh
  • Posted:May 8, 2024 4:05 pm
  • Updated:May 8, 2024 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান ওভারসিস কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদার (Sam Pitroada) সাম্প্রতিক মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে (Congress) তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। পিত্রোদার ‘বর্ণবিদ্বেষী’, ‘বিভাজনকারী’ মন্তব্য নিয়ে রাহুল গান্ধীর প্রতিক্রিয়া দাবি করলেন তিনি। এদিন মোদি বলেন, ‘গায়ের রং নিয়ে অশ্রদ্ধা মানবে না দেশ।’ এদিকে বেকায়দায় পড়ে দলীয় নেতার মন্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ এবং ‘অগ্রহণযোগ্য’ বলল কংগ্রেস।

গত মাসে আমেরিকার উত্তরাধিকার আইন ভারতে লাগু করার কথা বলে বিতর্কে জড়ান কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা (Sam Pitroda)। এবার জাতীয় ঐক্যের ব্যাখ্যা দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেললেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা বৈচিত্রময় দেশ… এখানে পূর্বাঞ্চলের লোকেদের চিনাদের মতো দেখতে, পশ্চিমাঞ্চলের লোকেদের আরবদের মতো দেখতে, উত্তরের লোকেরা ফর্সা, আবার দক্ষিণের মানুষদের আফ্রিকানদের মতো চেহারা।’ এভাবে দেশের বৈচিত্রের ব্যাখ্যা পছন্দ হয়নি গেরুয়া শিবিরের। পিত্রোদার ‘বর্ণবিদ্বেষী’ এবং ‘বিভাজনকারী’ মন্তব্য নিয়ে তোপ দেগেছেন হিমন্ত বিশ্ব শর্মা, এন বীরেন সিং, কঙ্গনা রানাওয়াত-সহ একাধিক গেরুয়া নেতা। আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী মোদিও।

Advertisement

 

[আরও পড়ুন: বিভিন্ন শহর থেকে ভাড়া করে অভিনব পন্থায় গাড়ি চুরি! কলকাতা পুলিশের জালে মূলচক্রী]

তেলেঙ্গানার ওয়ারাঙ্গালের সভায় রাহুল গান্ধীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, শাহজাদাকে জবাব দিতে হবে। গায়ের রং-এর ভিত্তিতে অশ্রদ্ধা মেনে নেবে না দেশ। মোদি তো কখনই মানবে না।’ এর প্রতিবাদে এক্স হ্যান্ডেলে হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেন, ‘স্যাম ভাই, আমি উত্তরপূর্বের লোক এবং আমাকে একজন ভারতীয়র মতো দেখতে। আমরা বৈচিত্রময় একটি দেশের মানুষ। হয়তো আমাদের চেহারায় ভিন্নতা রয়েছে। কিন্তু আমরা আসলে এক।’ কংগ্রেস নেতাকে হিমন্তের খোঁচা, ‘আমাদের দেশটাকে একটু বোঝার চেষ্টা করুন!’ লোকসভা ভোটের প্রচরে ‘বিভাজনের রাজনীতি’র অভিযোগ উঠছে যে বিজেপি নেতাদের বিরুদ্ধে, তাঁরাই সুযোগ বুঝে কংগ্রেস নেতাকে ‘বিভাজনকারী’ বলে তোপ দাগছেন। বলি অভিনেত্রী তথা মাণ্ডি লোকসভার বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত বলেন, স্যাম ‘বর্ণবিদ্বেষী’ তথা ‘বিভাজনকারী।

এদিকে চাপে পড়ে স্যামের মন্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ এবং ‘গ্রহণযোগ্য নয়’ বলল কংগ্রেস। সোজা ভাষায় বললে দলীয় নেতার পাশে দাঁড়াল না দল। এক বিবৃতিতে জয়রাম রমেশ বলেন, ‘ভারতের বৈচিত্রকে তুলে ধরার জন্য একটি পডকাস্টে স্যাম পিত্রোদা যে উপমা টেনেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অগ্রহণযোগ্য। জাতীয় কংগ্রেস এই ধরনের উপমার সঙ্গে একমত নয়।’

 

[আরও পড়ুন: ভোটের মুখে বাঙালি আবেগে সুড়সুড়ি? রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় টুইট মোদির]

ভোটের বাজারে বিভাজনের অভিযোগ তুলে একের পর এক গেরুয়া নেতা পিত্রোদাকে তোপ দাগছেন। যদিও কংগ্রেস নেতা আদতে ভারতের বৈচিত্রময় ঐক্যের কথাই বলতে চেয়েছিলেন। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘স্বাধীনতা সংগ্রামীরা হিন্দুত্ব নয়, ধর্মনিরেপক্ষ দেশের স্বপ্ন দেখেছিলেন। ধর্মের ভিত্তিতে দেশ গড়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান…আজকে ওদের অবস্থা গোটা পৃথিবী দেখছে। অপরপক্ষে আমরা বিশ্বে গণতন্ত্রের উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছি। অকারণ মারামারি বাদ দিয়ে ৭০-৭৫ বছর আনন্দের সঙ্গে বেঁচে আছি।’

পিত্রোদা আরও বলেন, ‘গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা এবং ভ্রাতৃত্বে নিহিত ভারতের শিকড়। অথচ ভাষা, ধর্ম এবং সংস্কৃতির ভিন্নতা রয়েছে।’ কংগ্রেস নেতা মোদিকে তোপ দাগেন, ‘প্রধানমন্ত্রী সব সময় মন্দিরেই যাচ্ছেন, তাঁর কথাবার্তা একজন বিজেপি নেতার মতো, জাতীয় নেতার মতো নয়া।’ যদিও প্রধানমন্ত্রী মোদি উলটে ‘বিভাজনকারী’ বলে পিত্রোদাকে আক্রমণ করেছেন। ‘গায়ের রঙের শ্রদ্ধা সহ্য করা হবে না।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement