সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোফর্স মামলায় বড়সড় স্বস্তি পেল কংগ্রেস। মামলায় পুনরায় তদন্ত করার আরজি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। এবছরের গোড়ার দিকে সরকারের সম্মতি মেলার পর বোফর্স মামলা পুনরায় শুরু করার আবেদন জানিয়েছিল সিবিআই। কিন্তু সিবিআইয়ের সেই আবেদন খারিজ করে সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, এই মামলার নতুন করে তদন্ত শুরু করার কোনও প্রয়োজন নেই। ফলে কার্যত চিরতরে বন্ধ হয়ে গেল রাফালে মামলা।
২০০৫ সালে দিল্লি হাই কোর্ট বোফর্স মামলায় সব অভিযুক্তদের নিষ্কৃতি দিয়েছিল, এবং মামলাটি খারিজ করে দেয়। ১৩ বছর পর এবছর সরকারের নির্দেশে ২ ফেব্রুয়ারি দিল্লি হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সিবিআই। নতুন করে তদন্ত শুরুর আবেদন করা হয়। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, এবং বিচারপতি কুরিয়েন যোশেফ সিবিআইয়ের সেই মামলা পুরোপুরি খারিজ করে দেয়। বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনীতিতে বোফর্স মামলা নতুন করে গুরুত্ব পেয়েছে। কারণ, রাফালে ইস্যুতে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে বিজেপি। এমনকি সুপ্রিম কোর্টও রাফালে যুদ্ধবিমানের দাম জানানোর নির্দেশ দিয়েছে। এর মধ্যে রাফালের পালটা হিসেবে নতুন করে বোফর্স মামলা তুলে ধরার চেষ্টা করছিলেন বিজেপি নেতাদের একাংশ। সেই চেষ্টা ধাক্কা পেল।
এদিকে, বোফর্সে স্বস্তির দিনই রাফালে ইস্যুতে সুর আরও চড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের প্রশ্ন, ভারত সরকার গোপনীয়তার অজুহাতে বোফর্সের দাম বলতে রাজি হচ্ছে না। অথচ দাসাল্ট সেই দাম আগেই ফাঁস করে দিয়েছে তাদের বার্ষিক হিসেবে। তাহলে সরকারের দাম জানাতে আপত্তি কোথায়? রাহুলের আরও অভিযোগ, মোদির নির্দেশে যে আম্বানির সংস্থাকে রাফালের বরাত দেওয়া হল তা আসলে সেসময় লোকসানে চলছিল। কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ ছিল মোট ৮ লক্ষ টাকার কিছু বেশি। অথচ সেই কোম্পানিকে ২৮৪ কোটি টাকার বরাত কেন দিল দাসাল্ট? প্রশ্ন রাহুলের। দাসাল্ট সুপ্রিমো আগে জানিয়েছিলেন, আম্বানিদের বরাত দেওয়ার কারণ, তাদের কাছে কারখানা তৈরির উপযুক্ত জমি ছিল। কিন্তু এদিন রাহুল নথি দেখিয়ে দাবি করেন, বরাত পাওয়ার আগে কোনও জমিই ছিল না আম্বানির সংস্থার। দাসাল্টের কাছে থেকে ২৮৪ কোটি টাকা পাওয়ার পর সেই টাকা দিয়ে জমি কিনেছিল আম্বানির সংস্থাটি। স্বাভাবিকভাবেই, একদিনে বোফর্সে স্বস্তি এবং রাফালে নতুন তথ্যে চাঙ্গা কংগ্রেস শিবির। কিছুটা হলেও চাপে বিজেপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.