সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডির লাগাতার জেরা। বিরোধীদের নিয়মিত আক্রমণ। এসবের মধ্যেও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছেন না রবার্ট বঢরা। তাঁর বক্তব্য, ‘আমি তো তবু দেশে আছি, অনেকে লুট করে নিয়ে পালিয়েছে, তাদের বিরুদ্ধে তো কোনও ব্যবস্থায় নেওয়া হচ্ছে না।’ বিরোধীরা যতই আক্রমণ করুক দেশ ছাড়বেন না। এমনটাই প্রতিজ্ঞা প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর। তিনি জানিয়ে দিয়েছেন, যতদিন না তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে প্রমাণিত হচ্ছে ততদিন তিনি দেশ ছাড়বেন না বা সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন না। গান্ধী পরিবারের জামাতার এই মন্তব্যের পর তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত বলে কটাক্ষ বিজেপির।
বিদেশে সম্পত্তি এবং একাধিক জমি কেলেঙ্কারির অভিযোগে নিয়মিত রবার্ট বঢরাকে জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেশ কিছুদিন ধরেই বঢরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেও তাঁর বিরুদ্ধে তদন্ত হচ্ছে এই প্রথমবার। তদন্ত প্রক্রিয়ায় প্রায় প্রতিদিনই তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। এরই মধ্যে রবার্ট বঢরার এক মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। তিনি বলছেন, “আমি তো দেশেই আছি। এই দেশে এমন অনেকে আছেন যারা দেশকে লুট করে পালিয়ে যান। তাদের বেলায় কি? আমি চিরদিন এই দেশেই থাকব। কখনও দেশ ছাড়ব না। যতদিন না এই অভিযোগ থেকে মুক্তি পাচ্ছি ততদিন দেশও ছাড়ব না, সক্রিয় রাজনীতিতেও যোগ দেব না। এটা আমার প্রতিজ্ঞা।”
সোনিয়া জামাতার এই মন্তব্যকে তীব্র কটাক্ষের সুরে বিঁধেছে বিজেপি। তাদের দাবি, আসলে ঘুরিয়ে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন রবার্ট। আর এই সততার জন্য তাঁর ভারতরত্ন পাওয়া উচিত। বিজেপির তরফে একটি টুইটে বলা হয়েছে, “রবার্ট, আপনি সত্যিই সৎ। আপনি যে দেশকে লুট করেছেন তা স্বীকার করে নেওয়ার জন্য আপনার পারিবারিক কোটায় ভারতরত্ন পাওয়া উচিত।”
Robert Vadra: I’m in this country, there are people who have looted the country and run away, what about them? I’m always going to be in this country, I will not leave or be in active politics till I clear my name, that is my promise. pic.twitter.com/ZD54E5DOFa
— ANI (@ANI) March 6, 2019
Robert is really honest. Thanks for accepting that you looted. You are now eligible for the Bharat Ratna as per your family quota 🙂 https://t.co/zQRl5hQ0xt
— BJP (@BJP4India) March 7, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.