Advertisement
Advertisement

Breaking News

বিমানবন্দরে মোদির বিমান নামতে না দেওয়ার হুমকি বিজেপি বিধায়কের

কেন এমন হুমকি দিলেন বিধায়ক?

Won't allow PM's plane to land in Kota: BJP MLA
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 7, 2017 9:23 am
  • Updated:March 7, 2017 9:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের কোটা বিমানবন্দরের অব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ বিজেপি বিধায়ক এবার প্রধানমন্ত্রীর বিমান না নামতে দেওয়ার হুমকি দিলেন। শুধু তাই নয়, কোনও ভিআইপির বিমানও নামতে না দেওয়ার হুমকি দিয়েছেন বিজেপি বিধায়ক ভবানী সিং রাজাওয়াত।

(‘স্বাতী’-র ভয়ে সীমান্তে আতঙ্কিত পাক সেনা)

দীর্ঘদিন ধরে কোটা বিমানবন্দরে যোগাযোগের অভাব নিয়ে সরব তিনি। সোমবার একটি পোস্ট অফিসে পাসপোর্ট সেবাকেন্দ্রর উদ্বোধনী অনুষ্ঠানে এসে নিজের ক্ষোভ উগরে দেন ভবানী সিং। তিনি বলেন, ‘বিমানবন্দর এখন সাধারণ মানুষ নয়, রাজনৈতিক নেতাদের হয়ে উঠেছে। কারণ, এখন নেতারাই ছোট বিমানে এই বিমানবন্দরে অবতরণ করেন। যদি জনসাধারণরে জন্য বিমানবন্দরের পরিষেবা না হয় তবে প্রধানমন্ত্রীর বিমানও এখানে নামতে দেওয়া উচিত নয়।’ প্রসঙ্গত, ট্রাফিকের অভাব ও অন্যান্য সমস্যার কারণে কোটা বিমানবন্দর থেকে ১৯৯৪ সালে উড়ান বন্ধ হয়ে যায়। বিমান পরিষেবা চালুর জন্য স্থানীয় বাসিন্দারা বহু দরবার করেও কোনও সুরাহা হয়নি।

Advertisement

(অনাথ আশ্রমে লাগাতার গণধর্ষণের শিকার ৭ নাবালিকা)

এটাই প্রথম নয়। এই বিজেপি বিধায়ক নিজের মন্তব্যের জন্য আগেও বিতর্কে জড়িয়েছিলেন। এর আগে পুলিশের ঘাড় মটকে দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এই বিজেপি বিধায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement