বিশেষ সংবাদদতাতা, নয়াদিল্লি: তড়িঘড়ি করে মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) নিয়ে এলেও বাংলাতে তার কোনও রাজনৈতিক সুবিধা বিজেপি (BJP) পাবে না বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস (TMC)। কেন্দ্র সরকার মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করুক বা না করুক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অনেক আগে থেকেই সেই কাজ করে আসছেন উল্লেখ করে সংসদে বাংলা থেকেই সব থেকে বেশি সংখ্যক মহিলা প্রতিনিধি করেছে সেকথা স্মরণ করিয়ে দিয়েছে তৃণমূল।
এ প্রসঙ্গে মঙ্গলবার তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “মোদি সরকার যতই বিল আনুক পশ্চিমবাংলায় তার কোনও সুফল পাবে না। বাংলার মানুষ মহিলা জনপ্রতিনিধি দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে। তৃণমূল মানেই সেখানে মহিলা প্রতিনিধিদের সংখ্যা যথেষ্ট সংখ্যায় থাকে এবং আগামী দিনেও থাকবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিকল্প কোনও প্রকল্প সারা দেশে তৈরি হবে না।”
সংসদে মহিলা বিল আসায় তৃণমূল শিবির যে খুশি সে কথাও জানিয়েছেন সুদীপ। বলেছেন, “একদিন আগেই লোকসভায় বলেছিলাম নতুন সংসদ ভবনে প্রথম বিল হিসাবে মহিলা সংরক্ষণ বিল আসুক। সেটা বাস্তবায়ন হয়েছে, আমাদের পার্টি লাইন মেনে নেওয়া হয়েছে।” আজ, বুধবার লোকসভায় বিলের উপর আলোচনায় সমর্থন জানিয়ে তৃণমূলের দুই মহিলা সাংসদ কাকলি ঘোষদস্তিদার ও মহুয়া মৈত্র বক্তব্য রাখার সময়ে বিলটিকে যাতে আরও শক্তিশালী ও কার্যকর করা যায় তা নিয়ে বেশ কিছু প্রস্তাব দেবেন বলেই জানা গিয়েছে।
মহিলা বিলে সমর্থন জানালেও পুরানো সংসদ ভবনকে বাদ দিয়ে নতুন সংসদ ভবনে অধিবেশন নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় তৃণমূল। এ দিনই প্রথম নতুন সংসদ ভবনে পা দিয়েছেন তৃণমূল সাংসদরা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মিলিয়ে আলাদভাবেই এদিন তৃণমূল সাংসদরা নতুন সংসদ ভবনে প্রবেশ করেছেন। দীর্ঘক্ষণ ধরে নতুন সংসদ ভবন ঘুরে দেখে দলের বর্যীয়ান নেতা সৌগত রায়, নতুন সংসদ ভবনের সঙ্গে পাঁচতারা হোটেলের তুলনা টেনে কটাক্ষ করেছেন। পুরনো সংসদ ভবনে ঐতিহ্য ও জৌলুসের কাছে নতুন সংসদ ভবন ফিকে বলেই কটাক্ষ করেছেন তিনি। একই সুরে নতুন সংসদ ভবনকে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনও পাঁচতারা হোটেলের ব্যাঙ্কোয়েট রুম বলেই কটাক্ষ করেছেন। লোকসভায় সাংসদ মালা রায়, কোভিডের সময়ে তাদের সাংসদ তহবিলের টাকা বন্ধ করে দিয়ে সেই টাকাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) নিজের খেয়ালখুশিমতো নতুন সংসদ ভবন নির্মাণে ব্যয় করেছেন বলে সমালোচনায় মুখর হয়েছেন।
মহিলা সংরক্ষণ বিল নিয়ে তৃণমূলের আলাদা করে কিছু করার প্রয়োজন নেই বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তৃণমূল সেই কাজ আগেই সেরে রেখেছে বলে উল্লেখ করে বিলটি তড়িঘড়ি করে আনা নিয়ে সরকারকে বিঁধেছেন তিনি। বলেছেন বিলের নামটা ভুল দেওয়া হয়েছে। বিলের শেষে ২০২৩ নয় ২০৩৪ লেখা উচিত ছিল বলে কটাক্ষ করেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.