Advertisement
Advertisement

Breaking News

এবার মেট্রোয় ছুরি নিয়ে চলতে পারবেন মহিলারা!

কেন এমন সিদ্ধান্ত জানেন কি?

Women can carry knives while travelling in delhi metro
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 6, 2017 6:30 pm
  • Updated:January 6, 2017 6:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে মেট্রোয় ছুরি নিয়ে উঠতে পারবেন মহিলা যাত্রীরা৷ তবে সেটা কখনওই ৪ ইঞ্চির বেশি লম্বা হওয়া যাবে না৷ শুধু তাই নয়, চাইলে মহিলারা লাইটার, দেশলাইও রাখতে পারবেন৷ মহিলাদের নিরাপত্তার স্বার্থে এমনই অনুমতি দেওয়ার কথা ভাবছে সিআইএসএফ৷ তবে কলকাতা মেট্রোর মহিলা যাত্রীদের জন্য নয়, এই সুবিধা পাবেন শুধুমাত্র দিল্লি মেট্রোর মহিলা যাত্রীরা৷ এই অনুমতি শুধুমাত্র মহিলাদের নিরাপত্তার স্বার্থেই দেওয়ার কথা ভাবা হচ্ছে৷

সিআইএসএফ সূত্রে খবর, সম্প্রতি দিল্লি মেট্রোয় ছিনতাইয়ের ঘটনা ক্রমাগত বেড়েছে৷ যার জন্য যদিও প্রধান অভিযুক্ত মহিলা ছিনতাইবাজরা৷ সেকথা মাথায় রেখেই মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে বলে সিআইএসএফের তরফে জানানো হয়েছে৷ পরিসংখ্যান বলছে, গত ডিসেম্বরে ৯১ শতাংশ পকেটমারির ঘটনা ঘটেছে৷

Advertisement

যদিও এক্ষেত্রে তল্লাশি নিয়েই তবে সেই যাত্রীকে এইধরনের জিনিস নিয়ে মেট্রোয় ঢুকতে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ নির্দিষ্ট যাত্রীর জন্য ওই জিনিসটি আদোও প্রয়োজনীয় হয় তবেই তিনি তা নিয়ে মোট্রেয় ঢুকতে পারবেন৷

সিআইএসএফের জানাচ্ছে, দিল্লি মেট্রোয় শ্রমিক শ্রেণির যেসমস্ত যাত্রীরা যাতায়াত করেন তাঁরা নিজেদের সঙ্গে লাইটার ও দেশলাই রাখার অনুমতি চেয়ে বহুবার অনুরোধ করেছেন আগেও৷ তাঁদের দাবি, নিজেদের কাজের প্রয়োজনেই সেগুলি সঙ্গে রাখেন তাঁরা৷ যদিও এর আগে মেট্রো থেকে বহু দেশলাই ও লাইটার বাজেয়াপ্ত করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement