Advertisement
Advertisement

Breaking News

Woman

দেশে কর্মক্ষেত্রে বাড়ছে মহিলার সংখ্যা! নারীর ক্ষমতায়নে পথ দেখাচ্ছে ভারত

রোজগার মেলায় ঘোষণা কেন্দ্রের।

Women workforce in India rose to 37 per cent says Union Minister। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 29, 2023 3:56 pm
  • Updated:October 29, 2023 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগোচ্ছেন দেশের নারীরা। কর্মরত ভারতীয় মহিলাদের সংখ্যা বেড়ে পৌঁছল ৩৭ শতাংশে। ‘রোজগার মেলা’য় বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এমন তথ্যই জানিয়েছেন। ২০১৭-১৮ অর্থবর্ষে যেখানে দেশের ২৩ শতাংশ মহিলা কর্মরত ছিলেন, সেটাই ২০২২-২৩ অর্থবর্ষে বেড়ে এখানে পৌঁছেছে।

এদিন ধর্মেন্দ্রকে বলতে শোনা গিয়েছে, ”সমাজে ভারসাম্যপূর্ণ উন্নতি হয়েছে। যেহেতু কর্মশক্তিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে।” আর সেই সঙ্গে তাঁর দাবি, এর পিছনে রয়েছে মোদি সরকারের একাধিক নারীমুখী প্রকল্প। যেভাবে কেন্দ্র নারীদের সামনে রেখে নীতি নির্ধারণ করেছে তারও প্রশংসা করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: পরপুরুষে মজে স্ত্রী! সন্দেহের বশে অ্যাসিড হামলা স্বামীর, আক্রান্ত মেয়ে ও একরত্তি নাতিও]

নারীদের নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে মোদি সরকারের আমলে, এই দাবিও করতে দেখা যায় ধর্মেন্দ্রকে। তিনি যে পরিসংখ্যান তুলে ধরেছেন তা থেকে জানা যাচ্ছে, ২০১৭-১৮ সালে দেশে বেকারত্বের হার ছিল ৬ শতাংশ। কিন্তু ২০২২-২৩ সালে তা নেমে এসেছে ৩.৭ শতাংশে।
গত শনিবার দেশজুড়ে আয়োজিত হয়েছিল রোজগার মেলা (Rojgar Mela)। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৫১ হাজার নিয়োগপত্র বিতরণ করেছেন তিনি। সারা দেশের ৩৭টি স্থানে আয়োজিত হয়েছিল এই মেলা।

[আরও পড়ুন: নিখোঁজ ছেলেকে উদ্ধারে সাহায্য BJP বিধায়কের, ‘কৃতজ্ঞতা’য় দলবদল TMC পঞ্চায়েত সদস্যের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement