সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সবরীমালা মন্দিরে ঢুকতে বাধা দুই মহিলাকে। তবে এবার অভিযোগ গুরুতর। ওই দুই মহিলা পুলিশি নিরাপত্তা নিয়ে সবরীমালায় ঢুকতে গিয়েছিলেন। কিন্তু তাতেও তাঁরা ঢুকতে পারেননি। পুলিশ থাকা সত্ত্বেও মন্দিরের দুই কিলোমিটার আগে তাঁদের আটকে দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। সংবাদ সংস্থা সূত্রে খবর, পাম্বা বেসক্যাম্প থেকে সবরীমালা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন দু’জন মহিলা। তাঁদের বয়স ৫০ বছরের নিচে। মন্দিরে প্রবেশে আগে তাঁরা বাধা পাবেন, এমন আশঙ্কা ছিলই। তাই পুলিশি নিরাপত্তা নিয়ে মন্দিরে প্রবেশ করতে চেয়েছিলেন তাঁরা। এমনও খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ রক্ষা করতে ও আইনশৃঙ্খলা যাতে নষ্ট না হয়, তার জন্য ওই মহিলাদের ব্যক্তিগতভাবে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও মন্দিরে প্রবেশের আগে বাধা পান তাঁরা। পুলিশ থাকা সত্ত্বেও বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। মন্দিরে প্রবেশ করতে না পেরে পাম্বা বেসক্যাম্পে ফিরে আসেন ওই দুই মহিলা।
[ স্ত্রীকে খুন করেও সাত মাস ‘জীবিত’ রাখলেন চিকিৎসক! ]
পাম্বার আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ অফিসার শাজি সুগুনান জানিয়েছেন, রবিবার ১১ জন মহিলাকে মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। সেদিন ভোর সাড়ে তিনটে নাগাদ পাম্বা বেস ক্যাম্প থেকে ছয় ঋতুমতী মহিলা-সহ ১১ জন মন্দিরের উদ্দেশে রওনা দেন। এই খবর বিক্ষোভকারীদের কানে পৌঁছতেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও ঋতুমতী মহিলাদের প্রবেশের বিরুদ্ধে সরব আয়াপ্পা ভক্তরা। তাঁরা সাফ জানিয়ে দেন, ১১ জন মহিলাকে কোনও মতেই মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। এমনকী, মন্দিরের প্রধান পুরোহিত জানিয়ে দেন, মহিলারা ঢোকার চেষ্টা করলে মন্দিরের সব দরজা বন্ধ করে দেওয়া হবে।
ঘটনায় গ্রেপ্তার করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু তারপর কেউ গ্রেপ্তার হয়েছেন কিনা, সেই খবর এখনও পাওয়া যায়নি।
[ দু’বছর আগে গণধর্ষিতা, ফের যৌন হেনস্তার শিকার সেই নাবালিকাই ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.