Advertisement
Advertisement

Breaking News

Jammu and Kashmir

সীমান্তে ভ্রাতৃত্বের বন্ধন, জওয়ানদের হাতে রাখি পরালেন কাশ্মীরের বোনেরা

কাশ্মীরী বোনেদের রক্ষার দায়িত্ব নিলেন দেশের সেনা জওয়ানরা।

Women Tie Rakhis To Army Personnel In Jammu And Kashmir Village
Published by: Amit Kumar Das
  • Posted:August 19, 2024 12:39 pm
  • Updated:August 19, 2024 12:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলি-বোমার শব্দ, ভারী বুটের কুচকাওয়াজ ছাপিয়ে হিংসাদীর্ণ উপত্যকার চির চেনা ছবিটা হঠাৎ যেন বদলে গেল। ভয় ছাপিয়ে সোমবার ভূস্বর্গে দেখা গেল এই অন্য ছবি। সীমান্তে কর্তব্যরত জওয়ানদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন কাশ্মীরের মহিলারা। রাখি বন্ধনের প্রবিত্র দিনে শত্রুর নিকেশ করে দেশের মাটিকে রক্ষার পাশাপাশি কাশ্মীরী বোনেদের রক্ষার দায়িত্ব নিলেন দেশের সেনা জওয়ানরা।

ইংরেজরা দেশ ছাড়ার আগে বঙ্গ ভঙ্গ আইনে যখন দুই বাংলা ভাগ হয়ে যাচ্ছে, সেই অশান্ত সময়ে সম্প্রীতির বন্ধনে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভাই-বোনের সম্পর্কের বাইরে হিন্দু-মুসলিম নির্বিশেষে সমাজকে একসুতোয় বাঁধতে রাখি পরানোর ডাক দিয়েছিলেন তিনি। কার্যত সেই ছবিটাই সোমবার ধরা পড়ল উপত্যকায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কাশ্মীরের ভারত-পাক সীমান্তে কর্তব্যরত জওয়ানদের রাখি পরিয়ে তাঁদের মিষ্টি খাইয়ে দিচ্ছেন গ্রামের মুসলিম মহিলারা। জানা যাচ্ছে, এই ভিডিও সীমান্তবর্তী উরি সেক্টরের সোনি গ্রামে।

Advertisement

[আরও পড়ুন: মায়ের কোল থেকে তিন বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! প্রকাশ্যে ভয়াবহ ভিডিও]

এই অনুষ্ঠানে অংশ নেওয়া কাশ্মীরী মহিলা সিরাত বানো বলেন, ‘সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা হওয়ার জেরে সর্বদাই আতঙ্কে থাকতে হয় আমাদের। বহিঃশত্রুর হামলা থেকে আমাদেরকে রক্ষা করেন এই জওয়ানরাই। তাই এই বিশেষ দিনে তাঁদের হাতে রাখি পরিয়েছি আমরা।’ স্থানীয় বাসিন্দা নাজির আহমেদ বলেন, ‘রাখি বন্ধন অনুষ্ঠান বার্তা দেয় শান্তি ও ভ্রাতৃত্বের। আমরা সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা। সেনাবাহিনী আমাদের সর্বদা রক্ষা করেন পাক জঙ্গিদের আক্রমণ থেকে। উৎসবের দিনে তাই তাঁদের হাতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন আমাদের গ্রামের বাসিন্দারা।’

[আরও পড়ুন: পা টিপতে রাজি না হওয়ায় এলোপাথাড়ি লাথি-ঘুসি! গুণধর ছেলের মারে মৃত বৃদ্ধ বাবা]

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে দফায় দফায় জঙ্গি হামলায় রক্তাক্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর। জঙ্গিদের অতর্কিত হামলায় শহিদ হয়েছেন একাধিক জওয়ান। সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় ঘাঁটি গেড়েছে পাক জঙ্গিরা। তাঁদের খোঁজে চলছে সেনা অভিযান। তবে শত্রুর খোঁজ পেতে স্থানীয়দের সহযোগিতা করার আবেদন জানিয়েছে সেনাবাহিনী। সেই পথে হেঁটে উপত্যকায় স্থানীয়দের সঙ্গে সেনা জওয়ানদের রাখি উৎসব পালন সদর্থক বার্তা বলেই মনে করছেন সেনা কর্তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement