Advertisement
Advertisement
Mahakaleshwar Mandir

রিলস তুলতে বাধা কেন! মহাকালেশ্বর মন্দিরে নিরাপত্তারক্ষীদের বেধড়ক মার দুই তরুণীর

কী শাস্তি পেলেন দুই তরুণী?

Women security guards thrashed at Mahakaleshwar Mandir for stopping reels shooting

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 7, 2024 9:13 pm
  • Updated:April 7, 2024 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে গিয়েছেন আর রিলস বানাবেন না? তাই মন্দিরের বিধিনিষেধের তোয়াক্কা না করেই যথেচ্ছ ভিডিও তুলতে শুরু করেন দুই তরুণী। তাঁদের বাধা দিতে গিয়ে বেধড়ক মার খেতে হল মন্দিরের তিন মহিলা কর্মীকে।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Temple) গিয়েছিলেন দুই তরুণী। পালক ও পরি নামে দুই তরুণীর সঙ্গে আরও বেশ কয়েকজন হাজির ছিলেন মন্দিরে। গত শনিবার মন্দির চত্বরে পৌঁছন সকলে। মন্দিরের কিছু অংশে ছবি তোলা গেলেও বেশ কয়েকটি এলাকায় ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। দর্শনার্থীদের বারবার মনে করিয়ে দেওয়া হয় সেই বিষয়টি।

Advertisement

[আরও পড়ুন: ‘এবারও অসফল হলে ব্রেক নিন রাহুল’, পরিবারবাদ নিয়েও কংগ্রেসকে সতর্ক করলেন পিকে

কিন্তু পালক ও পরি কোনও বারণই মানতে রাজি নন। সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে মন্দিরের নিষিদ্ধ এলাকায় গিয়ে ভিডিও আর রিলস তুলতে থাকেন। বিষয়টি মন্দিরের কর্মীদের নজরে আসে। তখনই দুই তরুণীকে রিলস তুলতে বারণ করেন তিন মহিলা কর্মী। রিলস তুলতে বাধা পেয়েই বিপত্তি। মন্দিরের মধ্যেই তিন মহিলা কর্মীকে বেধড়ক মারধর করেন দুই তরুণী। উপস্থিত আরও কয়েকজন দর্শনার্থী মারধর করেছেন বলেও অভিযোগ ওঠে।

স্থানীয় মহাকাল থানার স্টেশন ইন চার্জ অজয় ভার্মা জানান, অভিযুক্ত দুই তরুণী নাগড়া টাউনের বাসিন্দা। আহত তিন মহিলা কর্মীর নাম শিবানী পুষ্পদ, সন্ধ্যা প্রজাপতি এবং সংগীতা চাংগেসিয়া। একটি বেসরকারি নিরাপত্তা ফার্মে কর্মরত তাঁরা। পুলিশ সূত্রে খবর, পালক ও পরির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।

[আরও পড়ুন: কাশ্মীরে জোট শিকেয়, আবদুল্লাদের সঙ্গে সংঘাত জিইয়ে অনন্তনাগে প্রার্থী মেহবুবা

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement