সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেহুঁশ প্রশাসন! আর তার জেরেই স্বামী জীবিত থাকতেও বেমালুম বিধবা ভাতা পেলেন এলাকার ২২জন মহিলা৷ ঘটনাটি নজরে আসতেই কার্যত অবাক ওই মহিলাদের স্বামীরা৷ হতবাক শীর্ষস্তরের প্রশাসনিক আধিকারিকরা৷ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পদস্থ কর্তারা দিলেন অভিযুক্তদের শাস্তির আশ্বাস৷ যদিও এই আশ্বাসকে খুব একটা পাত্তা দিতে নারাজ এলাকার মানুষজন৷ তাঁদের অভিযোগ, আগেও বিভিন্ন বিষয়ে এমন আশ্বাস মিলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷
[সবরীমালা মন্দির খুলতেই ফের অশান্তি, রাজ্যজুড়ে বনধ হিন্দুত্ববাদী সংগঠনের]
22 women in Sitapur have allegedly been receiving money under widow pension scheme, even when their husbands are still alive. Sandeep, husband of one of the women&a complainant says ‘Found out after I saw bank’s message on her phone.’ DM says ‘It’ll be probed. Action to be taken’ pic.twitter.com/brdHd4VknM
— ANI UP (@ANINewsUP) November 16, 2018
ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের সীতাপুর জেলার বাতসগঞ্জ গ্রামে৷ বিষয়টি প্রথমে সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন, ওই গ্রামেরই বাসিন্দা সন্দীপ কুমার৷ তিনি জানান, দিন কয়েক আগে হঠাৎই তাঁর স্ত্রীর ফোনে একটি মেসেজ আসে৷ সাধারণত তিনি স্ত্রীর ফোনে হাত দেন না৷ তবে ব্যাংকের মেসেজ দেখে তাঁর কৌতূহল জন্মায় এবং তিনি মেসেজটি খোলেন৷ মেসেজটি পড়েই কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় সন্দীপবাবুর৷ তিনি দেখেন, বিধবা ভাতা বাবদ তিন হাজার টাকা পেয়েছেন তাঁর স্ত্রী৷ কীভাবে এল এই টাকা? কে দিল? কোনও প্রশ্নেরই উত্তর পাচ্ছিল না পরিবারটি৷ একেই সরকারি টাকা, তার উপর বেআইনিভাবে অ্যাকাউন্টে ঢুকেছে, বিষয়টি বুঝতেই পারছিলেন না সন্দীপ কুমার ও তাঁর স্ত্রী৷ এই ঘটনা সম্পর্কে পরিবারের অন্যান্য সদস্যদের জানান ওই দম্পতি৷
[সবরীমালায় ঢুকতে কেন এত আগ্রহী মহিলা সমাজকর্মীরা? তসলিমার মন্তব্যে বিতর্ক]
কিন্তু নিজেদের সমস্যার কথা বলতে গিয়ে তাঁরা যা দেখলেন, প্রথমে তা ভাষায় প্রকাশ করতে পারছিলেন না সন্দীপবাবু ও তাঁর স্ত্রী৷ তাঁরা দেখেন, এই সমস্যার ভুক্তভোগী কেবল তাঁরাই নন, তাঁদের পরিজনদের মধ্যেই এমন অনেকে রয়েছেন, যাঁদের সঙ্গেও এই একই ঘটনা ঘটেছে৷ ভুক্তভোগীর তালিকায় রয়েছেন সন্দীপ কুমারের শাশুড়ি এবং শ্যালিকাও৷ চলতি মাসে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টেও বিধবা ভাতার টাকা ঢুকেছে৷ এই সমস্যার কথা জেলাশাসকের দপ্তরে জানাতে গিয়ে সন্দীপবাবু অবাক হয়ে যান৷ দেখেন, আরও অনেক মানুষ এই একই সমস্যা নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন৷ বিধবা ভাতার নামে বেনামি টাকা ঢুকেছে, কারও নিজের অ্যাকাউন্টে বা কারও পরিজনের অ্যাকাউন্টে৷ বিষয়টি নজর আসতেই নড়েচড়ে বসেন জেলাশাসক সীতা ভার্মা৷ এই ঘটনার সঙ্গে যে বা যাঁরা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং তাদের যথাযোগ্য শাস্তি হবে বলে জানিয়েছেন তিনি৷ সরকারের টাকা এভাবে নয়ছয় হতে দেখে বিরক্ত হন জেলাশাসক সীতা ভার্মা৷ তবে জেলাশাসকের এই আশ্বাস কতটা কাজে আসবে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন এই ঘটনার ভুক্তভোগীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.