Advertisement
Advertisement
Indian Air Force

এবার বায়ুসেনায় মহিলা ফাইটার পাইলট নিয়োগ স্থায়ী হবে, জানালেন রাজনাথ

এখনও পর্যন্ত ১৬ জন মহিলা ফাইটার পাইলট নিয়োগ করেছে বায়ুসেনা।

women pilots will be regularly recruited in the Indian Air Force Says Rajnath Singh | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 3, 2022 1:15 pm
  • Updated:February 3, 2022 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force) মহিলাদের অংশগ্রহণ নিয়ে বড় ঘোষণা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি জানিয়েছেন, ছ’বছর আগে মহিলাদের যুদ্ধবিমান চালানোর পরীক্ষামূলক শুরু হয়েছিল তা এবার স্থায়ী বৈশিষ্ট্য হয়ে উঠবে। ২০১৫ সালে মহিলাদের যুদ্ধবিমানের পাইলট (Women Fighter Pilots) হিসেবে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল। সেই পরীক্ষামূলক নিয়োগ এখন স্থায়ী হতে চলেছে।

রাজনাথ সিং টুইটারে লিখেছেন, “এটি ভারতের ‘নারী শক্তি’ এবং নারীর ক্ষমতায়নের প্রতি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতির প্রমাণ।” ২০১৬ সালে বায়ুসেনার ফাইটার স্ট্রিমে তাঁদের অন্তর্ভুক্তির জন্য পরীক্ষামূলক স্কিমটি বাস্তবায়িত হওয়ার পরে ১৬ জন মহিলা ফাইটার পাইলট নিয়োগ হয়েছে। যা বায়ুসেনার ইতিহাসে একটি মাইলফলক। বায়ুসেনার এক মুখপাত্র বলেছেন, “প্রতিরক্ষা মন্ত্রক এটিকে একটি স্থায়ী প্রকল্প করার জন্য ছাড়পত্র দিয়েছে।”

Advertisement

[আরও পডুন: ‘সমর্থনযোগ্য নয়’, সংসদে রাহুলের বক্তব্য নিয়ে ‘আপত্তি’ জানাল মার্কিন যুক্তরাষ্ট্র]

সূত্রের খবর, নৌসেনা বাহিনীতেও এরকম সুযোগের কথা পরিকল্পনা করা হচ্ছে। পুরুষদের পাশাপাশি যুদ্ধজাহাজে মহিলারা যাতে অংশ নিতে পারে তার পরিকল্পনাও তৈরি হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীতে মহিলারা এখন ফাইটার জেট ওড়ানোর সুযোগ পেয়েছেন এবং এখন তাঁরা স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্যও যোগ্য বলে বিবেচিত। এছাড়াও, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ২০২২ সালের জুন মাসে তার প্রথম ব্যাচের মহিলা ক্যাডেটদের অন্তর্ভুক্ত করতে প্রস্তুত।

সুপ্রিম কোর্ট ২০২১ সালের অক্টোবরে একটি যুগান্তকারী আদেশের মাধ্যমে মহিলাদের জন্য অ্যাকাডেমির দরজা খুলে দিয়েছিল। ভারতীয় বায়ুসেনা সর্বশেষ রাফাল জেট ছাড়াও, মহিলা পাইলটরাও মিগ-২১, সুখোই-৩০ এবং মিগ-২৯ ফাইটার ওড়াচ্ছেন। ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং, দেশের প্রথম রাফাল পাইলট গত সপ্তাহে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বায়ুসেনার ট্যাবলোর অংশ ছিলেন।

[আরও পডুন: অন্ধ্রপ্রদেশে দেশি মদ খেয়ে মৃত ৫ আদিবাসী, সরকারের উদাসীনতার অভিযোগে সরব বিরোধীরা]

সেন্টার অফ এয়ার পাওয়ার স্টাডিজের পরিচালক প্রাক্তন এয়ার মার্শাল অনিল চোপড়া বলেছেন, “মহিলারা রাফাল এবং এসইউ-৩০-সহ টপ-এন্ড ফাইটার প্লেন চালাচ্ছেন। পরীক্ষামূলক স্কিমটিকে স্থায়ীভাবে রূপান্তর করার সিদ্ধান্ত তাঁদের ক্ষমতার স্বীকৃতি। তাঁরা বায়ুসেনার সমস্ত শাখায় অত্যন্ত ভাল কাজ করেছে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement