Advertisement
Advertisement

Breaking News

এবার পুরুষ আত্মীয় ছাড়াই হজে যেতে পারবেন মুসলিম মহিলারা

সিদ্ধান্ত কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের।

Women over 45 years of age may soon go on Haj without male kin
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 8, 2017 9:35 am
  • Updated:October 8, 2017 9:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন তালাক প্রথা বিলোপের দাবিতে সুপ্রিম কোর্টের মামলা করেছিলেন মুসলিম মহিলাদের একাংশ। সেসময় আবেদনকারীদের পাশে দাঁড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। তিন তালাককে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। আর এবার মুসলিম মহিলাদের হজযাত্রা সংক্রান্ত নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নাকভি জানিয়েছেন, পুরুষ আত্মীয় ছাড়াই ৪৫ পে্রোনো মুসলিম মহিলারা দলবদ্ধভাবে হজে যেতে পারবেন। তবে সেই দলে চারজন বা তার মহিলা থাকতে হবে।

[স্বল্প দিনের নোটিসেও পূর্ণাঙ্গ যুদ্ধে প্রস্তুত বায়ুসেনা, ফের হুঁশিয়ারি ধানোয়ার]

Advertisement

সৌদি আরব-সহ আবর দুনিয়ার অনেক দেশেই এখনও কার্যত পর্দার আড়ালেই থাকতে হয় মহিলাদের। পুরুষ সঙ্গী বা আত্মীয় ছাড়া রাস্তায় বেরোতে পারেন না তাঁরা। ভারতের মুসলিমরা অবশ্য এতটা রক্ষণশীল নন। অনেকেই বোরখা পড়েন। তবে মুসলিম মহিলাদের চলাফেরায় তেমন কোনও বিধি নিষেধ নেই। কিন্তু, কোনও মুসলিম মহিলা যদি হজে যেতে চান, তাহলে স্বামী বা পুরুষ আত্মীয় সঙ্গে যাওয়ার রেওয়াজ চালু আছে। এবার সেই রেওয়াজে ইতি পড়ুক, এমনটাই চায় কেন্দ্রীয় সরকার। হজ রিভিউ কমিটির চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার আফজল আমানুতুল্লা বলেন, ‘একশ্রেণির মুসলিমরা পুরুষ আত্মীয় ছাড়া মহিলাদের হজে যেতে দেন না। অন্য শ্রেণির মুসলিমরা আবার তা করেন না। তবে সরকার ৪৫ পেরোনো মুসলিম মহিলাদের পুরুষ আত্মীয় ছাড়া দলবদ্ধভাবে হজে যাওয়ার অনুমতি দেবে। এখন মুসলিমরা সেই সুযোগ নেবে কিনা, তা তাঁদেরকেই ঠিক করতে হবে। কেন্দ্রীয় সরকার জোর করে কোনও কিছু চাপিয়ে দেবে না।’

[এক যাত্রায় পৃথক ফল, মৃত্যুতেও আর্থিক সাহায্যে ‘বৈষম্য’]

প্রতিবছর ভারত থেকে মক্কার হজ করতে যান মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। হজযাত্রীদের সরকার যেমন কিছু সুযোগ-সুবিধা দেয়, তেমনি তাঁদেরও কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। সম্প্রতি হজযাত্রা নিয়ে সরকারের নীতি পর্যালোচনার জন্য হজ রিভিউ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক। শনিবার কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নাকভির কাছে রিপোর্ট জমা দেন হজ রিভিউ কমিটির চেয়ারম্যান আফজল আমানুতুল্লা।

[কাশ্মীরে বিক্ষোভ ঠেকাতে নয়া বুলেট ভরসা সেনার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement