Advertisement
Advertisement
Madhya Pradesh

হাতেনাতে শাস্তি! মধ্যপ্রদেশে ধর্ষণে অভিযুক্তর বাড়িতে বুলডোজার চালালেন মহিলা পুলিশকর্মীরা

এর আগেও ধর্ষণে অভিযুক্তদের একই ধরনের 'শাস্তি' দিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ।

Women Cops ran bulldozers as they razed the home of a rape accused in Madhya Pradesh | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 11, 2023 2:55 pm
  • Updated:March 11, 2023 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইনস্ট্যান্ট জাস্টিস’, যার কাছাকাছি বাংলা করলে দাঁড়ায় হাতেনাতে শাস্তি। বিচারবিভাগের ভাষায় এই ‘ইনস্ট্যান্ট জাস্টিস’ যতই অন্যায় এবং বিপজ্জনক হোক না কেন, ইদানিং বিজেপি শাসিত রাজ্যগুলিতে এটি বেশ জনপ্রিয় হয়েছে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শাহদোল এলাকায় আরও একবার এই ধরনের কাণ্ড ঘটল। এবার ধর্ষণে অভিযুক্তর বাড়িতে বুলডোজার চালিয়ে দিলেন মহিলা পুলিশকর্মীরা।

জানা গিয়েছে কিছুদিন আগে শাহদোল এলাকার একাধিক তরুণীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছিল ৪ জন স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। এদের মধ্যে তিনজনকে আগেই গ্রেপ্তার করা হয়। কৌশল কিশোর চৌবে নামের চতুর্থ অভিযুক্ত দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। শুক্রবার সে ধরা পড়ে। কৌশল ধরা পড়ার পরই পুলিশ তার একটি বাড়িতে বুলডোজার চালিয়ে দিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে বুলডোজারের চালকের আসনে বসেছিলেন মহিলা পুলিশকর্মীরাই।

[আরও পড়ুন: ফেসবুকে স্বেচ্ছামৃত্যুর পোস্ট গায়ক অনিন্দ্যর, ‘বন্ধু’কে সামলাতে কী করলেন ‘ক্যাকটাসে’র সিধু?]

স্থানীয় পুলিশ আধিকারিকরা, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কথা স্বীকারও করে নিয়েছেন। শাহদোলের পুলিশ সুপার প্রতীক কুমার জানিয়েছেন, কিছুদিন আগে এই এলাকায় দুটি আলাদা আলাদা গণধর্ষণের অভিযোগ ওঠে। তাতে ৩ জনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবার আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করে তার বেআইনি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। পুলিশের অভিযোগ, কৌশল চৌবে সরকারি জমিতে বেআইনিভাবে বাড়িটি তৈরি করেছিল।

[আরও পড়ুন: গ্রেপ্তারির পর প্রথমবার মুখ খুললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু, কী বললেন?]

তাৎপর্যপূর্ণভাবে মধ্যপ্রদেশ পুলিশের (MP Police) এই হাতেনাতে শাস্তি দেওয়ার প্রবণতা নতুন নয়। এর আগেও রেওয়া গণধর্ষণে অভিযুক্তদের বাড়িতে বুলডোজার চালায় মধ্যপ্রদেশ পুলিশ। সেবারে মানবাধিকার সংগঠনগুলির কাছে তিরস্কারও শুনতে হয়েছিল পুলিশকে। তবে তাতে থামছে মধ্যপ্রদেশ প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement