সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিইউ-তে যন্ত্রণায় কাতরাচ্ছেন রোগী৷ গণধর্ষণের শিকার৷ শুধু ধর্ষণেই ক্ষান্ত হয়নি দুষ্কৃতীরা, মহিলাকে অ্যাসিড খেতেও বাধ্য করেছে৷ এমন রোগীর সামনে বসে কি সেলফি তুলতে কারও ইচ্ছে করে? করে উত্তরপ্রদেশের এই তিন মহিলা কনস্টেবলের৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের জর্জ মেডিক্যাল ইউনিভারসিটিতে৷
[‘সীতা শুধুমাত্র আদর্শ নারী নন, ছিলেন এক যোদ্ধাও!’]
বৃহস্পতিবার এলাহাবাদ-লখনউ গঙ্গা গোমতি এক্সপ্রেসে গণধর্ষণের শিকার হন ৪৫ বছরের ওই মহিলা৷ ধর্ষকরা জোর করে তাঁকে অ্যাসিড খাইয়ে ফেলে রেখে যায়৷ পুলিশ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে৷ মহিলার নিরাপত্তার দায়িত্বে রাখা হয় ওই তিন মহিলা কনস্টেবলকে৷ কিন্তু যন্ত্রণার ছটফট করা এক মহিলার পাশেই খোশগল্পে মেতে ওঠেন তিন মহিলা কনস্টেবল৷ ঘটা করে সেলফিও তোলেন৷ সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে৷
[মেয়েদের ‘বয়ফ্রেণ্ড’ থাকা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী, মত অধ্যক্ষার]
প্রচারের আলোয় আসতেই নড়চড়ে বসে প্রশাসন৷ ঘটনাকে অমানবিক আখ্যা দিয়েছেন লখনউ এলাকার আইজি সতীশ গণেশ৷ তিন কনস্টেবলকেই সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন আইজি৷
[যন্তরমন্তরে কৃষকদের অর্ধনগ্ন প্রতিবাদ, পাশে দাঁড়ালেন প্রকাশ রাজ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.